বরগুনায় এসএসসি ও এইচএসসি জিপিএ-৫ এবং জিপিএ প্রাপ্ত ২৫২ শিক্ষার্থীকে বৃত্তি প্রদান ও যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এদের মধ্যে ২৪৪ জনকে বৃত্তি হিসেবে ১০ লাখ ২৩ হাজার এবং ৮ জনকে উচ্চ শিক্ষার জন্য একলাখ ৮ হাজার টাকা প্রদান করা হয়। বরগুনা জেলা প্রশাসন ও বেসরকারি সংগঠন হীড বাংলাদেশ এর আয়োজনে সদর উপজেলার ইটবাড়িয়া কদমতলা মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ প্রাঙ্গণে আজ (শনিবার) সকালে এসব অনুষ্ঠানের আয়োজন করা হয়। তারুণ্যের উৎসব ২০২৫ ও হীড বাংলাদেশের ৫০ বছরের সুবর্ণ জয়ন্তী উপলক্ষ্যে অনুষ্ঠানের মধ্যে আরও ছিলো বর্ণাঢ্য র্যালী, আলোচনা সভা, নৃত্য, পটগান সহ নানা সাংস্কৃতিক অনুষ্ঠান। হীড বাংলাদেশের নির্বাহী পরিচালক আনোয়ার হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বরগুনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: শামীম মিঞা, এডাব বরগুনা জেলা শাখার সভাপতি জাকির হোসেন মিরাজ, বরগুনা প্রেসক্লাব সভাপতি সোহেল হাফিজ, সাধারণ সম্পাদক আবু জাফর সালেহ্, হীড বাংলাদেশের আঞ্চলিক ব্যবস্থাপক অলোক কুমার হালদার প্রমূখ।