গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার কঞ্চিবাড়ী ইউনিয়নের কালির খামার গ্রামে প্রতিহিংসার আগুনে পুড়লো ৫ লক্ষ টাকা কাঁশ আটি ও গো-খাদ্য খড়। এতে পথে বসেছে ব্যবসায়ী লাভলু মিয়া। জানা গেছে, গত শুক্রবার বেলা দেড়টার দিকে কালির খামার মসজিদের পেছনে স্তুপ করে রাখা ৩৫ হাজার কাঁশ আটি ও ১০ হাজার গো-খাদ্য খড়ে কে বা কাহারা আগুন ধরিয়ে দেয়। দ্রুত আগুন ছড়িয়ে পড়লে স্তুপ ২টি পুড়ে ছাই হয়। গাইবান্ধা ও সুন্দরগঞ্জ থেকে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণে আনলেও স্তুপ ২টি সম্পূর্ণ ছাই হয়। ব্যবসায়ী লাভলু মিয়া জানান, প্রতি হাজার কাঁশ আটি ১৮ হাজার ও খড়ের আটি ৫ হাজার টাকা দরে বিক্রি হতো। এ ব্যবসা ছিল একমাত্র জীবন চলার ভরসা। বিভিন্ন এনজিও থেকে ঋণ নিয়ে এ ব্যবসা চালিয়ে আসছিলাম। এখন আমার অন্য কোন উপায় নাই। আমি এখন দেউলিয়া। আমি প্রতিহিংসার শিকার। কঞ্চিবাড়ী পুলিশ ঘটনাস্থল পরির্দশন করলেও মামলা হয়নি।