কামালকে কুঁপিয়ে আহত করার প্রতিবাদের দাবীতে সংবাদ সম্মেলন

এফএনএস (আমিনুল হক সাদি; কিশোরগঞ্জ) : | প্রকাশ: ১৮ জানুয়ারী, ২০২৫, ০৬:৪৭ পিএম
কামালকে কুঁপিয়ে আহত করার প্রতিবাদের দাবীতে সংবাদ সম্মেলন

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার আচমিতার বাসিন্দা মাহমুদুল হাসান কামালকে কুঁপিয়ে আহত করার প্রতিবাদ ও আইনী প্রতিকারের দাবীতে  শনিবার (১৮ জানুয়ারি) দুপুরে কিশোরগঞ্জ প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী মাহমুদুল হাসান কামাল। মাহমুদুল হাসান কামাল বলেন, আমি আচমিতা ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি। পরিবারের কথা চিন্তা করে এখন রাজনীতি থেকে দূরে আছি। বসতবাড়ির দক্ষিন পার্শ্বে নিজ জমিতে পুকুর খননের মাধ্যমে মাছ চাষ করে দীর্ঘদিন যাবত ফিসারী ব্যবসা করে আসছি। এ কারণে অভিযুক্তরা বিভিন্ন সময় আমার কাছে চাঁদা দাবি করে আসছে। চাঁদা দিতে অস্বীকার করা সত্বেও গত (১৪ জানুয়ারি) উপজেলার মশুয়া এলাকায় সকাল সাড়ে ৮টার সময় আমার কাছে পুনরায় ২ লাখ টাকা চাঁদা দাবি করে। বরাবরের মতো দিতে অস্বীকৃতি জানালে বাকবিতন্ডার একপর্যায়ে অভিযুক্তরা এলোপাতারি মারপিট করে কুপিয়ে আহত করে। ঘটনার পর স্থানীয় লোকজন উদ্ধার করে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে উন্নত চিকিৎসার জন্য কিশোরঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতালে প্রেরণ করে। চিকিৎসাধীন থাকা অবস্থায় মাহমুদুল হাসানের স্ত্রী কটিয়াদী মডেল থানায় লিখিত অভিযোগ নিয়ে গেলেও অভিযোগ গ্রহণ করেনি পুলিশ। এ বিষয়ে কটিয়াদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান, আমার কাছে অভিযোগ নিয়ে আসলে আবারও সংশোধনীর কথা বলে নিয়ে যায়। তিনি আরও বলেন, আজকে (শনিবার) রাত ৮টায় অভিযোগ নিয়ে আসবেন।

আপনার জেলার সংবাদ পড়তে