পিরোজপুরের কাউখালীতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে দুস্থ ও শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। শনিবার ১৮ জানুয়ারি বিকেলে উপজেলার শিয়ালকাঠী ইউনিয়নের চৌরাস্তায় বিএনপি'র কার্যালয় থেকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর ২ আসনের বিএনপির থেকে মনোনয়ন প্রত্যাশী ভান্ডারিয়া উপজেলা বিএনপি'র আহ্বায়ক জেলা বিএনপির সদস্য আলহাজ্ব আহমেদ সোহেল মঞ্জুর সুমন তার ব্যক্তিগত তহবিল থেকে কম্বল বিতরণ করা হয়। এ সময় বিএনপি নেতা সোহেল মঞ্জুর সুমন বলেন, আমরা আপনাদের পাশে থেকে এ ধরনের কাজ আরো করবো ইনশাল্লাহ। দেশ নায়ক তারেক রহমানের নির্দেশে আমরা পিরোজপুর ২ আসনের বিভিন্ন স্থানে শীতবস্ত্র বিতরণ করে যাচ্ছি। এ সময় উপস্থিত ছিলেন কাউখালী উপজেলা বিএনপি'র আহ্বায়ক ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম আহসান কবির, উপজেলা বিএনপি'র সদস্য সচিব এইচএম দ্বীন মোহাম্মদ, ভান্ডারিয়া উপজেলা বিএনপি'র সদস্য সচিব মনির হোসেন আকন, কাউখালী উপজেলা বিএনপি'র যুগ্ন আহবায়ক মনিরুজ্জামান মিয়া, বদরুদ্দোজা মিয়া, জিয়াউল হাসান নিকসন, সৈয়দ বাহাউদ্দিন পলিন, গিয়াসউদ্দিন অলি, লিয়াকত হোসেন তালুকদার, শিয়ালকাঠি ইউনিয়ন বিএনপি'র সভাপতি মনিরুজ্জামান মিন্টু, সাধারণ সম্পাদক শাহ আলম সিপাই সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।