চিরিরবন্দরে ফাইনাল ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত

এফএনএস (মোরশেদ-উল-আলম; চিরিরবন্দর, দিনাজপুর) :
| আপডেট: ১৯ জানুয়ারী, ২০২৫, ০১:৩৮ পিএম | প্রকাশ: ১৯ জানুয়ারী, ২০২৫, ০১:২৯ পিএম
চিরিরবন্দরে ফাইনাল ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত

দিনাজপুরের চিরিরবন্দরে ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। গত ১৮ জানুয়ারী শনিবার বিকেলে উপজেলার মামুদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মাঠে মামুদপুর পল্লী উন্নয়ন ক্লাবের আয়োজনে আলহাজ¦ মোঃ ময়েন উদ্দিন শাহ গোল্ডকাপ ফুটবল টুণামেন্টের ফাইনাল খেলা শেষে প্রধান অতিথি হিসেবে ট্রফি প্রাইজমানি প্রদান করেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য দিনাজপুর আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ¦ মোঃ আখতারুজ্জামান মিয়া। আব্দুলপুর ইউপি চেয়ারম্যান আলহাজ¦ মোঃ ময়েন উদ্দিন শাহ এর সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি নেতা মোকাররম হোসেন মুকুল, মেছবাহুল ইসলাম, আব্দুল মতিন সরকার, কবির হোসেন, ওমর ফারুক বাদশা, রেজাউল ইসলাম মানিক, আকতার হোসেন প্রমূখ। খেলায় ফুলবাড়ি ডাব্লিউ এফ সি ক্লাব - গোলে রাণীরবন্দর ফুটবল একাডেমিকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। খেলাটি পরিচালনা করেন সাজেদুর রহমান রুবেল, সহকারি হিসেবে মোস্তাফিজুর রহমান বাবু, মোস্তাফিজুর রহমান মোস্তাক দায়িত্ব পালন করেন। ম্যচ কমিশনারের দায়িত্ব পালন করেন সাংবাদিক রেফারী মোরশেদ উল আলম।

আপনার জেলার সংবাদ পড়তে