বেনাপোল সীমান্তে চোরাচালান বিরোধী অভিযানে ৩০ হাজার মার্কিন ডলারসহ ৪০ লাখ টাকা মূল্যের বিভিন্ন প্রকার ভারতীয় মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড (বাংলাদেশ) বিজিবি। যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লেঃ কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী রবিবার (১৯ জানুয়ারি) সাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন। প্রেসবিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, গতকাল শনিবার রাতে শাহজাদপুর সীমান্তে চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করেন বিজিবি। এসময় চোরাকারবারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে সীমান্ত পেরিয়ে বাংলাদেশের অভ্যান্তরে ঢোকা মাত্রই একটি গামছা ফেলে নদীতে ঝাঁপ দেয়। পরে সাতাঁরকেটে তারা নদী পার হয়ে ফের ভারতে চলে যায়। পরে গামছায় মোড়ানো ৩০ হাজার মার্কিন ডলার জব্দ করা হয়। এছাড়া বেনাপোলের আমড়াখালী চেকপোস্ট ও বেনাপোল বিওপিসহ বিভিন্ন সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদক বিরোধী অভিযান চালিয়ে ভারতীয় মদ, বিভিন্ন প্রকার ওষুধ, পান মসলা, সিগারেট এবং বিভিন্ন ধরনের কসমেটিকস পণ্য জব্দ করেছে বিজিবি। জব্দকৃত মালামালের মূল্য প্রায় ৪০ লাখ ৫২ হাজার টাকা।