জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী পালিত

এফএনএস (মোস্তাফিজার রহমান মিলন; হিলি, দিনাজপুর) : | প্রকাশ: ১৯ জানুয়ারী, ২০২৫, ০৪:০৭ পিএম
জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী পালিত

নানা আয়োজনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী পালন করা হয়েছে। রোববার সকালে দিনাজপুরের হাকিমপুর থানা বিএনপির উদ্যোগে দলীয় কার্যালয়ে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এরপর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ করা করা হয়। পরে থানা বিএনপির সভাপতি ফেরদৌস রহমানের  সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন থান্  বিএনপির সাধারন সম্পাদক সাখাওয়াত হোসেন পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ফরিদ খান প্রমুখ। বক্তারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রানিত হয়ে তাঁর দেখানো পথ অনুসরন করে চলার জন্য দলীয় নেতা কর্মীদের প্রতি অনুরোধ জানান।

আপনার জেলার সংবাদ পড়তে