বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান সোমবার সকালে শহীদ আসাদ দিবস উপলক্ষে ঢাকা মেডিকেল কলেজের শহীদ আসাদ স্মৃতি স্তম্ভে পুষ্পার্ঘ অর্পণ শেষে বললেন, যত দ্রুত সম্ভব নির্বাচন হওয়া জরুরি। বিএনপি ও দেশের মানুষ প্রত্যাশা করে দ্রুত নির্বাচন দেবে সরকার।
আমান উল্লাহ আমান বলেন, গণতান্ত্রিক অগ্রযাত্রার প্রত্যাশা হলো ভোটের অধিকার পাবে দেশের মানুষ। অন্তর্র্বতী সরকার নির্বাচনের রোডম্যাপ দেবে, এতে জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে।
বিএনপি চেয়ারপারসনের এই উপদেষ্টা বলেন, শেখ হাসিনা দীর্ঘদিন ক্ষমতায় থেকে খুন, গুম ও অর্থ পাচার করেছেন।
এ সময় শহীদ আসাদের ছোট ভাই ডা. মোহাম্মদ নুরুজ্জামান বলেন, পাঠ্যবইতে শহীদ আসাদের ইতিহাস যুক্ত করতে হবে।
আসাদ মানেই স্বাধীনতা উল্লেখ করে তার স্মৃতিফলক ও আসাদ গেট সংরক্ষণ করার দাবি জানান ডা. মোহাম্মদ নুরুজ্জামান।