কাপাসিয়ার বিএনপি নেতার মাতার জানাজা সম্পন্ন

এফএনএস (এফ এম কামাল হোসেন; কাপাসিয়া, গাজীপুর) : | প্রকাশ: ২০ জানুয়ারী, ২০২৫, ০১:১৭ পিএম
কাপাসিয়ার বিএনপি নেতার মাতার জানাজা সম্পন্ন

গাজীপুরের কাপাসিয়া উপজেলার সিংহশ্রী ইউনিয়ন পরিষদের প্রাক্তন চেয়ারম্যান ও বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম মহিউদ্দিন খানের সহধর্মিণী 'ফৌজিয়া খানম' এর জানাজা নামাজ রোববার বাদ এশা সম্পন্ন হয়েছে। এর আগে তিনি বিকাল পোনে চারটার দিকে বার্ধক্য জনিত কারণে গাজীপুরের নিজ বাসায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল নব্বই বছর। মরহুমা সিংহশ্রী ইউনিয়ন বিএনপির সাধারণ মোঃ মোকসেদ খানের মাতা। মৃত্যুকালে তিনি ২ পুত্র ও ৬ কন্যা, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। স্থানীয় 'খান বাড়ি জামে মসজিদ' প্রাঙ্গণে অনুষ্ঠিত জানাজা নামাজে এলাকার বিভিন্ন শ্রেণিপেশার অসংখ্য মুসল্লি শরীক হন। এর আগে উপস্থিত মুসল্লিদের নিকট মরহুমার জৈষ্ঠ্য পুত্র মোকসেদ খান কৃতজ্ঞতা প্রকাশ ও দোয়া প্রার্থনা করেন। শেষে খান বাড়ির পারিবারিক কবরস্থানে মরহুমার লাশ দাফন করা হয়। বিএনপি নেতা মোকসেদ খানের মাতার মৃত্যুতে গাজীপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও কাপাসিয়া উপজেলা বিএনপির সভাপতি শাহ্ রিয়াজুল হান্নান রিয়াজ এবং কাপাসিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও কাপাসিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব খন্দকার আজিজুর রহমান পেরা, কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি এফ এম কামাল হোসেন গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারবর্গের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।

আপনার জেলার সংবাদ পড়তে