দিনাজপুরের ঘোড়াঘাটে ইয়াবা ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। জানা যায়, গতকাল ১৯জানুয়ারী দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে ঘোড়াঘাট থানার ওসি নাজমুল হকের নেতৃত্বে পুলিশ ঘোড়াঘাট উপজেলার বানিয়াল গ্রামে অভিযান চালায়। ওই সময় ৩০ পিস ইয়াবা ট্যাবলেট সহ উক্ত গ্রামের ইয়াবা ব্যবসায়ী দুলা মিয়ার ছেলে আমু মিয়া (৩২) কে গ্রেফতার করে। এ ব্যাপারে আমু মিয়ার বিরুদ্ধে ঘোড়াঘাট থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করে তাকে দিনাজপুর জেল হাজতে প্রেরণ করা হয়েছে।