রাজশাহীর বাঘায় তিনদিন জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলার উদ্বোধন করা হয়েছে। সোমবার (২০ জানুয়ারী) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে এই বিজ্ঞান মেলার উদ্বোধন করা হয়। বিজ্ঞান মেলার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার শাম্মী আক্তার। বক্তব্য রাখেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সাবিহা সুলতানা, কৃষি কর্মকর্তা শফিউল্লাহ সুলতান, প্রাণী সম্পাদ কর্মকর্তা ডা. আমিনুল ইসলাম, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আসাদুজ্জামান প্রমুখ।