তালা উপজেলার পানি কমিটির ত্রৈমাসিক সভা সােমবার (২০ জানুয়ারি) সকালে উত্তরণ আইডিআরটিতে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা পানি কমিটির সহ-সভাপতি সরদার ইমান আলী। স্বাগত বক্তব্য রাখেন উত্তরণ পরিচালক শহিদুল ইসলাম। এ সময় উপস্তি ছিলেন উপজেলা পানি কমিটির সাধারণ সম্পাদক মীর জিল্লুর রহমান,পানি কমিটি নেতা বীর মুক্তিযােদ্ধা আলাউদ্দীন জােয়ার্দার, অধ্যাপক রেজাউল করিম, অধ্যাপক অচিন্ত সাহা আরিফু নাহার, গাজী শহিদুল্লাহ, এস এম লিয়াকত হােসেন, রাশেদ সানা, তফেল উদ্দীন, শিরিনা খাতুন, মনিরা সুলতানা, হৃদয় আহমেদ, কল্পনা সরকার, সাংবাদিক গাজী জাহিদুর রহমান, বিএম জুলফিকার রায়হান, উত্তরণর দিলীপ সানা, শেখ সেলিম আকতার স্বপন, গােলাম হােসেন প্রমুখ। সভায় বক্তারা টিআরএম অধিবাসীদের ক্ষতিপূরণের দাবীতে সংবাদ সম্মেলন, জেলা প্রশাসকের মাধ্যমে সংশ্লিষ্ট উপদেষ্টার নিকট স্মারকলিপি প্রদান এবং জলাবদ্ধতা নিরসনে পানি উনয়ন বাের্ডর প্রধান প্রকৌশলীর সাথে মতবিনিময় করার সিদ্ধান্ত গৃহীত হয়।