নওগাঁর মহাদেবপুরে মাত্র ৭২ লক্ষ টাকার একটি সড়ক হেরিং বোন বন্ড এইচবিবি করার প্রকল্পের জন্য জমা পড়া রেকর্ড পরিমাণ ৩৪৮টি দরপত্রের মধ্যে ৩৪৭টি লটারি অনুষ্ঠিত হয়েছে। এর আগে বিডি দিতে ভূল করায় একটি দরপত্র বাতিল ঘোষণা করা হয়। সোমবার (২০ জানুয়ারি) দুপুর ১২টায় উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষ শাপলায় এ লটারির আয়োজন করা হয়। এদিন সেখানে উপস্থিত দরদাতাদের সামনে ১ থেকে ৩৪৭ পর্যন্ত ক্রমিক সংখ্যা লেখা গুটি গুনে গুনে খাঁচার ঢোকানো হয়। এরপর উপজেলা নির্বাহী অফিসার মো: আরিফুজ্জামান খাঁচা ঘুড়িয়ে একটি গুটি তোলেন। এতে ৭৩ নং ক্রমিকে নওগাঁর মেসার্স মাহমুদা এন্টারপ্রাইজের নাম ওঠে। ফলে কাজটি তার নামেই বরাদ্দ দেয়া হয়। এসময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা গোলাম রাব্বানী, উপজেলা প্রকৌশলীর কার্যালয়ের উপ-সহকারি প্রকৌশলী রাজিব আহমেদ, সফাপুর ইউপি চেয়াম্যান সামছুল আলম বাচ্চু, খাজুর ইউপি চেয়ারম্যান বেলাল উদ্দিন, সিনিয়র সাংবাদিক কিউ, এম, সাঈদ টিটো, সাংবাদিক ইউসুফ আলী সুমন, বৈষম্যবিরোধী ছাত্র প্রতিনিধি আমিনুল ইসলাম ও ঠিকাদাররা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় উপজেলার খাজুর ইউনিয়নের রনাইল হেলেঞ্চার মোড় থেকে ক্ষিতিশের বাড়ি পর্যন্ত এক কিলোমিটার রাস্তা হেরিং বোন বন্ড করার জন্য দরপত্র আহ্বান করে। এজন্য বরাদ্দ করা হয় ৭২ লক্ষ টাকা। সর্বোচ্চ ৫ শতাংশ কমে দরপত্র দাখিল করা যাবে বলে জানানো হয়। নওগাঁ জেলা প্রশাসকের কার্যালয় ও মহাদেবপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ে রাখা একটি করে বাক্সে সীলমোহর করা দরপত্র দাখিল করা হয়। গত ৬ জানুয়ারি দুপুর আড়াইটায় বাক্সগুলো খোলা হলে দেখা যায় এই একটি প্রকল্পে ৩৪৮টি দরপত্র জমা পড়েছে। সকলে শতকরা ৫ ভাগ কমে দরপত্র দেয়ায় লটারির আয়োজন করা হয়।