প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন ডোনাল্ড ট্রাম্প, শুরু হলো দ্বিতীয় মেয়াদ

এফএনএস আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশ: ২০ জানুয়ারী, ২০২৫, ১১:৪৬ পিএম
প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন ডোনাল্ড ট্রাম্প, শুরু হলো দ্বিতীয় মেয়াদ

যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন ডোনাল্ড ট্রাম্প। ২০২৪ সালের নির্বাচন শেষে দ্বিতীয়বারের মতো হোয়াইট হাউসে ফিরলেন তিনি। সোমবার (২০ জানুয়ারি) স্থানীয় সময় দুপুর ১২টায় শপথ নেন ট্রাম্প, যার মাধ্যমে তার দ্বিতীয় প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব শুরু হলো। শপথবাক্য পাঠ করান সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জন রবার্টস। একই সময়ে ভাইস প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন জে ডি ভ্যান্স।

এদিনের শপথগ্রহণের পর ট্রাম্প তার উদ্বোধনী ভাষণে আগামী চার বছরে প্রশাসনের নীতিমালা, লক্ষ্য এবং অগ্রাধিকার বিষয়ক বক্তব্য দেন। তিনি জানান, দেশের সার্বিক উন্নয়ন জনগণের কল্যাণে তার সরকার একযোগে কাজ করবে।

এবারের শপথগ্রহণ অনুষ্ঠানটি বেশ ভিন্নধর্মী ছিল। সাধারণত ক্যাপিটল হিলের পশ্চিম লনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হলেও, তীব্র শীতের কারণে এবার তা ক্যাপিটল রোটুন্ডায় অনুষ্ঠিত হয়। এছাড়া, প্রেসিডেন্সিয়াল প্যারেড এবং সাংস্কৃতিক অনুষ্ঠানও ইনডোর ভেন্যু ক্যাপিটাল ওয়ান অ্যারেনায় আয়োজিত হয়। শপথ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন যুক্তরাষ্ট্রের শীর্ষ ব্যবসায়ী ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্ররা, মেটার সিইও মার্ক জাকারবার্গ, অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস এবং বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক।

শপথগ্রহণের পরপরই ট্রাম্প ঘোষণা করেন, প্রথম দিনেই অন্তত ১০০ নির্বাহী আদেশ জারি করবেন। এসব আদেশ সীমান্ত নিরাপত্তা, অভিবাসন নীতি অন্যান্য গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে হবে।

প্রেসিডেন্ট ট্রাম্পের অভিষেক উপলক্ষে একটি গালা অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে, যেখানে উপস্থিত থাকবেন রাজনৈতিক, ব্যবসায়িক সাংস্কৃতিক অঙ্গনের খ্যাতনামা ব্যক্তিরা।