কাপাসিয়ায় শীতার্তদের মাঝে কম্বল ও শীতবস্ত্র বিতরণ

এফএনএস (এফ এম কামাল হোসেন; কাপাসিয়া, গাজীপুর) : | প্রকাশ: ২১ জানুয়ারী, ২০২৫, ০২:০৬ পিএম
কাপাসিয়ায় শীতার্তদের মাঝে কম্বল ও শীতবস্ত্র বিতরণ

গাজীপুরের কাপাসিয়া সদর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে শীতার্তদের মাঝে সরকারি কম্বল ও শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। ২১ জানুয়ারি মঙ্গলবার সকালে আনুষ্ঠানিক ভাবে শীতবস্ত্র বিতরণের সময় উপস্থিত ছিলেন কাপাসিয়া সদর ইউনিয়ন বিএনপির সভাপতি ও বিআরডিবি চেয়ারম্যান আলহাজ্ব মোঃ সেলিম হোসেন আরজু, কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি ও উপজেলা বিএনপির সহসাধারণ সম্পাদক এফ এম কামাল হোসেন, কাপাসিয়া সদর ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ও জার্মান প্রবাসী মোঃ জিয়াউল হক জিয়া, ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম, ইউপি সদস্য আফজাল হোসেন সৈয়দ, বিএনপি নেতা মফিজ উদ্দিন, হাবিবুর রহমান হবু, কাজল, সবুজ, ইউপি সদস্য মেহেদী, কানন, চাঁন মিয়া প্রমুখ। উপজেলার কাপাসিয়া সদর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের প্রায় ২'শত শীতার্ত নারী-পুরুষের মধ্যে কম্বল ও শীতবস্ত্র বিতরণ করা হয়।

আপনার জেলার সংবাদ পড়তে