বরিশালে হাত বাড়ালেই মিলছে মাদক

এফএনএস (বরিশাল প্রতিবেদক) :
| আপডেট: ১৪ ফেব্রুয়ারী, ২০২৫, ০৫:০৪ পিএম | প্রকাশ: ২১ জানুয়ারী, ২০২৫, ০২:৫২ পিএম
বরিশালে হাত বাড়ালেই মিলছে মাদক

গত ৫ আগস্টের পর থানা পুলিশের অনেকটা নিস্কিয়তার কারণে বরিশালের সর্বত্র ব্যাপক হারে মাদক ক্রয়-বিক্রয় বৃদ্ধি পেয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গ্রামের প্রত্যন্ত অঞ্চলগুলোতে এখন ইয়াবা, গাঁজা ও ফেনসিডিলের মত মাদক হাত বাড়ালেই মিলছে। খোঁজ নিয়ে জানা গেছে, জেলার গৌরনদী উপজেলার বিভিন্ন ইউনিয়নের কমপক্ষে ১৫টি স্পটে মাদক বিক্রি হয়ে আসছে। এরমধ্যে খাঞ্জাপুরের বাকাই বাজার, বার্থী, কটকস্থল, টরকী, কসবা, মাহিলাড়া, বিল্বগ্রাম বাজার, সরিকল, চাঁদশী ও গৌরনদী বাসষ্ট্যান্ডসহ আশপাশের এলাকায় পূর্বের চেয়ে মাদকের ভয়াবহতা বৃদ্ধি পেয়েছে। অতিসম্প্রতি বিল্বগ্রাম এলাকা থেকে সোহেল হাওলাদার নামের এক মাদক ব্যবসায়ীকে আইন-শৃংলখা বাহিনীর হাতে তুলে দিয়ে বিপাকে পরেছেন স্থানীয় বাসিন্দারা। ওই মাদক ব্যবসায়ীর আশ্রয়দাতারা স্থানীয় বাসিন্দাদের ভয়ভীতি প্রদর্শন করে আসছেন। যা নিয়ে সোমবার সন্ধ্যায় বিল্বগ্রাম বাজার কমিটির সভাপতি মোনাসেফ ঘরামীর সভাপতিত্বে ব্যবসায়ী এবং এলাকাবাসী মাদক ও সন্ত্রাস বিরোধী বিক্ষোভ মিছিল করে সমাবেশ করেছেন। সমাবেশে উপজেলা যুবদল নেতা মনির হোসেন আকন, শিক্ষক জাকির হোসেন, জাহাঙ্গীর হোসেন, ইউপি সদস্য মিজানুর রহমান, বাজার ব্যবসায়ী কমিটির সাধারণ সম্পাদক মামুন মৃধা, সাবেক ইউপি সদস্য জাফর মৃধাসহ সামাজিক নেতৃবৃন্দরা তাদের বক্তব্যে পূর্বের তুলনায় মাদক ক্রয়-বিক্রয়ের সংখ্যা বেড়ে যাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন। তারা মাদক ব্যবসায়ী ও তাদের আশ্রয়দাতাদের চিহ্নিত করে গ্রেপ্তারের জন্য আইন-শৃংখলা বাহিনীর প্রতি দাবি জানিয়েছেন। এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার (গৌরনদী সার্কেল) শারমিন সুলতানা রাখী বলেছেন, মাদকের দৌরাত্মরোধে আমরা বদ্ধ পরিকর। খুবশীঘ্রই মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াষি অভিযান পরিচালনা করা হবে।