মেধাবী ছাত্রের চকিৎসা সহায়তার আবেদন

এফএনএস (বরিশাল প্রতিবেদক) : | প্রকাশ: ২১ জানুয়ারী, ২০২৫, ০২:৫২ পিএম
মেধাবী ছাত্রের চকিৎসা সহায়তার আবেদন

২০২১ সালে বিজ্ঞান বিভাগে এইচএসসি পাশ করেছিলেন মেধাবী ছাত্র রিফাদ সরদার (২২)। কর্মের সুবাদে তার সৌদির আরবে যাওয়ার কথা ছিলো। এরইমধ্যে গত একমাস পূর্বে শারিরিক অসুস্থতা দেখা দিলে রিফাদকে প্রথমে বরিশাল এবং পরবর্তীতে ঢাকায় নেওয়া হয়। ঢাকার চিকিৎসকরা বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করে জানিয়েছেন রিফাদের দুইটি কিডনি ড্যামেজ। বর্তমানে সে (রিফাদ) ঢাকার শ্যামলী কিডনি হাসপাতালের চিকিৎসক তানবীর রহমানের তত্ত্বাবধানে চিকিৎসা নিচ্ছে। বরিশালের গৌরনদী উপজেলার কাসেমবাদ গ্রামের বাসিন্দা বাবুল সরদার কান্নাজড়িত কন্ঠে বলেন, আমি আমার নিজের একটি কিডনি ছেলেকে দিতে চাই। সেজন্য অপারেশন ও অন্যান্য আনুষঙ্গিক খরচ বাবদ কমপক্ষে ১০ লাখ টাকার প্রয়োজন হবে বলে জানিয়েছেন চিকিৎসক। কিন্তু ছেলের চিকিৎসার জন্য নিজের জমানো সব টাকা খরচ হয়ে গেছে। টাকার জন্য ছেলেকে হাসপাতালে ভর্তি পর্যন্ত করাতে পারছিনা। তাই ছেলের জীবন বাঁচাতে সমাজের বিত্তবানদের সহযোগিতা কামনা করছি। উপজেলার মাহিলাড়া ডিগ্রি কলেজের এক সময়ের মেধাবী ছাত্র রিফাদ সরদারকে বাঁচাতে সমাজের মহানুভব ব্যক্তি ও সরকারের কাছে হাত পেতেছেন অবসায় রিফাদের পরিবার। সরাসরি যোগাযোগের জন্য : ০১৭৬৩-০৯৮০৮৩, সহযোগিতার জন্য : ০১৮৩৭-২৮৬৪৯৩ (বিকাশ)।