টিকা না পেয়ে সৌদি গমনেচ্ছুকদের সড়ক অবরোধ

নিজস্ব প্রতিবেদক
| আপডেট: ১৪ ফেব্রুয়ারী, ২০২৫, ০৫:০৪ পিএম | প্রকাশ: ২১ জানুয়ারী, ২০২৫, ০৩:০১ পিএম
টিকা না পেয়ে সৌদি গমনেচ্ছুকদের সড়ক অবরোধ

মেনিনজাইটিসের টিকা না পাওয়ার প্রতিবাদে ঢাকার পান্থপথ সড়ক অবরোধ করেছেন সৌদি আরবে গমনেচ্ছুক কয়েকশ’ যাত্রী। তারা কাজের উদ্দেশ্যে কিংবা ওমরা পালনের জন্য সৌদি যেতে চান। সৌদি সরকারের নতুন নির্দেশনায় এ টিকা বাধ্যতামূলক করায় যাত্রীরা বিক্ষোভে ফেটে পড়েন।  

মঙ্গলবার (২১ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে স্কয়ার হাসপাতালের সামনে ৩ শতাধিক সৌদিগামী সড়ক অবরোধ করেন। পরে দুপুরে প্রবাসীকল্যাণ ভবনের সামনে অবস্থান নেন।  

যাত্রীরা অভিযোগ করেন, স্কয়ার হাসপাতাল ছাড়া অন্য কোথাও টিকা পাওয়া যাচ্ছে না। স্কয়ারেও প্রতিদিন মাত্র ১০-১৫ জনকে টিকা দেওয়া হচ্ছে, যা চাহিদার তুলনায় নগণ্য। এর বাইরে টিকার দামও বেশি হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন তারা।  

স্কয়ার হাসপাতালের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ডা. ফয়সাল জামান জানান, হাসপাতালের মজুদ শেষ হয়ে গেছে। নতুন টিকা আমদানি করতে ১০-১৫ দিন লাগবে। তিনি বলেন, "আমরা চাইলেও তাৎক্ষণিক টিকা সরবরাহ করতে পারছি না। সরকারের দ্রুত হস্তক্ষেপ প্রয়োজন।"  

স্বাস্থ্য অধিদফতরের এক কর্মকর্তা জানান, হজ যাত্রীরা সরকারি হাসপাতালে টিকা নিতে পারেন। তবে ওমরা যাত্রীদের জন্য এখনো সরকারি কোনো নির্দেশনা জারি হয়নি।  

সৌদি আরবের নতুন নির্দেশনায় বলা হয়েছে, ওমরা ও ভ্রমণ ভিসায় যাত্রীদের টিকা নেওয়া বাধ্যতামূলক। ভ্রমণের অন্তত ১০ দিন আগে টিকা নিয়ে সনদ সঙ্গে রাখতে হবে।  

শেরেবাংলা নগর থানার ওসি গোলসম আজম জানান, পুলিশ যাত্রীদের বুঝিয়ে প্রবাসীকল্যাণ ভবনে পাঠিয়েছে।

সৌদিগামী যাত্রীদের দাবিগুলো দ্রুত বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ জরুরি বলে মনে করছেন ভুক্তভোগীরা।  

আপনার জেলার সংবাদ পড়তে