পাবনার সুজানগরে হাঁস-মুরগি পালনের উপর তিন দিনব্যাপী আয়বর্ধনমূলক প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে উপজেলা পল্লী জীবিকায়ন প্রকল্পের (তৃতীয় পর্যায়) উদ্যোগে এবং বিআরডিবির অর্থায়নে বিআরডিবির সভা কক্ষে আয়োজিত ওই প্রশিক্ষণের উদ্বোধন করেন উক্ত প্রকল্পের প্রকল্প পরিচালক মোঃ আলাউদ্দিন সরকার। মঙ্গলবার দিনভর অনুষ্ঠিত ওই প্রশিক্ষণে উপজেলার ৪০ জন সুফলভোগী অংশ নেন। এতে প্রশিক্ষণ দেন সুজনেগর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ আবু রেজা তালুকদার, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ শামীম হোসেন ও উপজেলা পল্লীজীবীকায়ন কর্মকর্তা মোঃ সেলিম রেজা।