বগুড়ার শেরপুর পৌর শহরের কলেজরোড এলাকায় মহাসড়ক পার হওয়ার সময় কোচের চাকায় পিষ্ট হয়ে ২০ জানুয়ারী সোমবার রাতে স’মিল ব্যবসায়ী কবির হোসেন (৭০) নামের এক বৃদ্ধ ঘটনাস্থলেই নিহত হয়েছেন। কবির হোসেন পৌর শহরের উলিপুর এলাকার বাসিন্দা। জানা যায়, কবির হোসেন রাত ১১ টার দিকে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে নিজের প্রয়োজনে মহাসড়কের পশ্চিম পার্শে যাচ্ছিল। এসময় বগুড়া থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি মাইক্রোবাস তাকে ধাক্কা দিলে সে সড়কের উপর পড়ে যায়। তৎক্ষনাত একটি কোচ তাকে পিষ্ট করে দ্রুত চলে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে তার পরিবারের লোকজন এসে লাশটি নিয়ে যায়।