আগৈলঝাড়ায় আরাফাত রহমান কোকো স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট

এফএনএস (এস এম ওমর আলী সানি; আগৈলঝাড়া, বরিশাল) : | প্রকাশ: ২১ জানুয়ারী, ২০২৫, ০৪:৩৩ পিএম
আগৈলঝাড়ায় আরাফাত রহমান কোকো স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট
বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলার গৈলা ইউনিয়নের সরকারি গৈলা মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে মঙ্গলবার বিকেলে মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট খেলার উদ্ধোধন করা হয়েছে। ওই ক্রিকেট টুর্নামেন্ট খেলায় বরিশাল, মাদারিপুর, গোপালগঞ্জ সহ বিভিন্ন উপজেলার ২১টি দল অংশগ্রাহ করবে বলের জানাগেছে। এর ভিতবে প্রথমদিন উদ্ধোধনি খেলায় অংশগ্রহন করেন বরিশাল একাদশ ও গৈলা লিভারইটি। খেলার উদ্ধোধন ঘোষনা করেন আগৈলঝাড়া উপজেলা নির্বাহী  অফিসার ফারিহা তানজিন। এসময় তিনি বলেন, খেলা ধুলা মানুষের মন ও শরিরভালো রাখে। যুব সমজ খেলা দিকে মন থাকলে তারা মাদক থেকে দুরে থাকে।  আমাদের সমাজকে ভালোরাখতে হলে এবং মাদক মুক্তসমাজ গড়তে হলে খেলা ধুলর বিকল্প নাই। খেলা উদ্ধোধন পূর্বক আলোচনা সভায় সভাপতিত্ব করেন টুর্নামেন্টে পরিচালনা কমিটির সভাপতি মো.এনায়েত খান মনু। এসময় বক্তব্য রাখেন আগৈলঝাড়া থানা  পুলিশ পরিদর্শক সুশংকর মল্লিক, আগৈলঝাড়া উপজেলা বিএনপি আহবায়ক কমিটির সিনিয় যুগ্ম আহবায়ক শিকদার হাফিজুর রহমান, সদস্য সচিব মোল্লা বশির আহবেমদ পান্না, যুগ্ম আহবায়ক আবুল হোসেন মোল্ল, গৈলা ইউনিয় বিএনপির সদস্য সচিব বিদউজ্জামান সরল মোল্লা,  উপজেলা ছাত্র দল সদস্য সচিব রাতুল ইসলাম সাহেদ, ছাত্রদলনেতা শুভ তালুকদার। সঞ্চালনাকরেন টুর্নামেন্টে পরিচালনা কমিটির সদস্য সচিব মো.হাফিজুর রহমান সোহাগ।