আ.লীগ রাজনৈতিক দল না, ক্ষমতার রাক্ষস ছিল

এফএনএস অনলাইন:
| আপডেট: ১৪ ফেব্রুয়ারী, ২০২৫, ০৫:০৪ পিএম | প্রকাশ: ২১ জানুয়ারী, ২০২৫, ০৫:৪৫ পিএম
আ.লীগ রাজনৈতিক দল না, ক্ষমতার রাক্ষস ছিল

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান মঙ্গলবার বিকেলে বরিশালের কেন্দ্রীয় হেমায়েত উদ্দিন ঈদগাহে জেলা ও মহানগর কর্মী সম্মেলনে যোগ দিয়ে বললেন, আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল না, তারা ক্ষমতার রাক্ষস ছিল। গণহত্যাকারী দলের প্রত্যেকের বিচার হবে। এদেশে আর কোনো ফ্যাসিবাদ মাথা তুলে দাঁড়াতে পারবে না।

ডা. শফিকুর রহমান বলেন, আগে গণহত্যার বিচার হোক। তারপর জনগণ রায় দেবে আওয়ামী লীগের রাজনীতির অধিকার আছে কিনা।

জামায়াত আমির আরও যোগ করে বলেন, যুদ্ধ এখন শুরু হয়েছে, কর্মীরা তৈরি থাকুন। আজ বাংলাদেশের মানুষ বৈষম্য চান না।

বিচ্ছিন্ন এলাকাগুলোকে যোগাযোগের আওতায় আনতে হবে জানিয়ে তিনি আরও বলেন, বরিশাল বিভাগকে উন্নত হিসেবে দেখতে চাই। আমরা ইনসাফ ও অগ্রাধিকারের ভিত্তিতে সব উন্নয়ন কাজ করতে চাই।

আপনার জেলার সংবাদ পড়তে