দৌলতপুরে সাবেক এমপি বাদশা ও তার স্ত্রীর নামে দুদকে মামলা

এফএনএস (মোঃ সাইফুল ইসলাম শাহিন; দৌলতপুর, কুষ্টিয়া) :
| আপডেট: ১৪ ফেব্রুয়ারী, ২০২৫, ০৫:০৪ পিএম | প্রকাশ: ২২ জানুয়ারী, ২০২৫, ১২:২৭ পিএম
দৌলতপুরে সাবেক এমপি বাদশা ও তার স্ত্রীর নামে দুদকে মামলা

কুষ্টিয়ার দৌলতপুরের সাবেক এমপি ও দৌলতপুর থানা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আ,ক,ম, সরওয়ার জাহান বাদশা এবং তার স্ত্রীর নামে সাড়ে ৫ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে পৃথক দুইটি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার (২১ জানুয়ারি) দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ে মামলা দুইটি দায়ের করা হয়েছে বলে সংস্থাটির মহাপরিচালক মো. আক্তার হোসেন জানিয়েছেন। দুদক জানায়, কুষ্টিয়া-১ দৌলতপুর আসনের সাবেক সংসদ সদস্য আ ক ম সরওয়ার জাহানের বিরুদ্ধে ৪ কোটি ২০ লাখ ৭২ হাজার টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও ৬টি ব্যাংক হিসাবে ১১ কোটি ৪৩ লাখ টাকা লেনদেনের অভিযোগ আনা হয়েছে প্রথম মামলায়।

আপনার জেলার সংবাদ পড়তে