নিখোঁজের ৩ দিনপর স্কুল ছাত্রের লাশ উদ্ধার!

এফএনএস (মোঃ সাইফুল ইসলাম; বাবুগঞ্জ, বরিশাল) :
| আপডেট: ১৪ ফেব্রুয়ারী, ২০২৫, ০৫:০৪ পিএম | প্রকাশ: ২২ জানুয়ারী, ২০২৫, ১২:৩৮ পিএম
নিখোঁজের ৩ দিনপর স্কুল ছাত্রের লাশ উদ্ধার!

বরিশালের বাবুগঞ্জে নিখোঁজের তিনদিন পর রাব্বি হাওলাদার (১৮) নামে এক  স্কুলছাত্রের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। 

বুধবার(২২ জানুয়ারী) সকালে  বাবুগঞ্জ উপজেলা রহমতপুর ইউনিয়নের পূর্ব রহমতপুর গ্রামের গোডাউন এলাকা থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।

নিহত স্কুল ছাত্র রাব্বি হাওলাদার পূর্ব রহমতপুর গ্রামের বাচ্চু হাওলাদার পুত্র । তিনি মোহনগঞ্জ স্কুল এন্ড কলেজের এসএসসি পরীক্ষার্থী। 

এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জ মোঃ জাকির হোসেন জানান, গত ১৮ জানুয়ারি দিবাগত রাত ১ টার দিকে রাব্বি হাওলাদার বাসা থেকে বের হন এরপর থেকেই তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। পরবর্তীতে পরিবারের পক্ষ থেকে গেল ২১ জানুয়ারি এয়ারপোর্ট থানায় একটি সাধারণ ডায়েরি করেন এর পরিপ্রেক্ষিতে পুলিশ তদন্ত শুরু করেন। 

পরবর্তীতে তথ্যের মাধ্যমে জানতে পারেন নিহত স্কুলছাত্র রাব্বি হাওলাদারের লাশ পূর্ব রহমতপুর গ্রামের গোডাউন এলাকায় পাওয়া গেছে। পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করেছেন, লাশের মাথায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ওসি জানিয়েছেন এটি পরিকল্পিত হত্যাকান্ড। এ হত্যার সাথে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে।

পুলিশ লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন। 

এদিকে স্কুল ছাত্র নিখোঁজের পর লাশ উদ্ধারের ঘটনায় সুষ্ঠু তদন্ত করে এ হত্যার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন নিহতের স্বজন ও বরিশাল জেলা জেলা ছাত্রদলের সহ-সভাপতি সবুজ আকনসহ এলাকাবাসী।

আপনার জেলার সংবাদ পড়তে