রোম থেকে ঢাকাগামী বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে বোমা থাকার হুমকির পর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৬ ঘণ্টার উত্তেজনা ও তল্লাশির মধ্য দিয়ে শেষ পর্যন্ত কোনো বোমা বা বোমাসদৃশ বস্তু পাওয়া যায়নি।
বুধবার (২২ জানুয়ারি) সকাল ৯টা ৩৫ মিনিটে ফ্লাইট বিজি-৩৫৬ বিমানবন্দরে অবতরণ করার পরপরই যাত্রীদের নামিয়ে এনে তল্লাশি চালানো হয়। হুমকির বিষয়ে নিশ্চিত করে বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম বলেন, “তল্লাশিতে কোনো বোমা বা বিস্ফোরক দ্রব্য মেলেনি। যাত্রী ও কুরুরা সবাই নিরাপদ।”
একটি অজ্ঞাত নম্বর থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফোন করে বোমার হুমকি দেওয়া হয়। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে বিমানবন্দরজুড়ে নিরাপত্তা জোরদার করা হয়। বেবিচক চেয়ারম্যান এয়ারভাইস মার্শাল মঞ্জুর কবীর ভুঁইয়া ও অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।
অবতরণের পর বিমানের ২৫০ জন যাত্রী ও ১৩ জন ক্রুকে দ্রুত টার্মিনালে সরিয়ে আনা হয়। নিরাপত্তা বাহিনীর একটি বোমা নিষ্ক্রিয় দল উড়োজাহাজের প্রতিটি অংশ এবং যাত্রীদের হ্যান্ড ব্যাগেজ তল্লাশি করে।
বেলা সাড়ে ১১টা পর্যন্ত তল্লাশির পর কোনো সন্দেহজনক বস্তু না পাওয়ায় দুপুর ১২টার দিকে ফ্লাইটটিকে নিরাপদ ঘোষণা করা হয়। এ সময় বোমা নিষ্ক্রিয় দল, কুইক রেসপন্স ফোর্স, ফায়ার সার্ভিস ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ব্যাপক প্রস্তুতি নিয়ে কাজ করেন।
বেবিচক চেয়ারম্যান বলেন, “আমাদের নিরাপত্তা ব্যবস্থার সক্ষমতা আজ প্রমাণিত হয়েছে। প্রতিটি তথ্যকে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিবেচনা করি। ভবিষ্যতেও আমরা এমন সজাগ থাকব।”
তল্লাশির সময় যাত্রীদের টার্মিনালে রাখা হয় এবং কোনো ইমিগ্রেশন কার্যক্রম চালানো হয়নি। ঘটনাটি সবাইকে সাময়িকভাবে উদ্বিগ্ন করলেও নিরাপত্তা বাহিনীর সুসংহত কার্যক্রমে শেষ পর্যন্ত স্বস্তি ফিরে আসে।
শাহজালালে এমন হুমকির ঘটনা বিরল হলেও বিমানবন্দরের নিরাপত্তা দল পরিস্থিতি মোকাবিলায় সফলতার পরিচয় দিয়েছে।