মুন্সীগঞ্জের সিরাজদিখানের মালখানগর কেন্দ্রীয় জামে মসজিদ ও যুব সমাজের আয়োজনে ৪র্থ বার্ষিক তাফসীরুল কোরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। শুক্রবার (২৪ জানুয়ারী) বাদ আসর শুরু হয়ে রাত ১২ টার পর তবারক বিতরণের মধ্যে সমাপ্ত অনুষ্ঠানের ঘটবে। মালখানগর ষোলআনী মাঠে এ মাহফিলে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকার সম্মতি জানিযেছেন জামিয়াতুল জালাল আল-ইসলামিয়া আল-আরাবিয়ার পরিচালক ও ঢাকা পাটুয়াটুলি জামে মসজিদের ইমাম ও খতিব, শাইখুল হাদিস মুফাসসিরে কোরআন মাওলানা মুফতি আব্দুল্লাহ ফারুখ (হাফিজাহুল্লাহ)। বিশেষ বক্তা হিসেবে থাকবেন নারায়ণগঞ্জের ফতুল্লার পাগলা পূর্বপাড়া ইসলামিয়া জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মোহাম্মদ কাওসার হামিদী (চাঁদপুরী), মালখানগর ইসলামিয়া দাখিল মাদরাসার সুপারিন্টেন্ডেন্ট মাওলানা এবিএম মহিউদ্দিন, মালখানগর কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মুফতি মাহমুদুল হাসান। মালখানগর কেন্দ্রীয় জামে মসজিদের সভাপতি হাজী সিরাজুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাজী ফিরোজ আহমেদের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার সম্মতি দিয়েছেন শিল্পপতি ও সমাজসেবক মো. আবু হোসেন খান। রথবাড়ী জাবালে নূর জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আতিকুর রহমানের উপস্থাপনায় কোরআন তেলওয়াত করবেন বিশ্ব কোরআন তেলোয়াত প্রতিযোগিতায় ৩য় স্থান অধিকারী হাফেজ মাওলানা হেলাল উদ্দিন মারুফ। মহিলাদের পর্দার সহিত ওয়াজ শুনার ব্যাবস্থা রয়েছে। মাহফিলে যোগদান করে দো-জাহানের অশেষ নেকী হাসিল করতে ধর্মপ্রাণ মুসলমানদের আয়োজক কমিটির পক্ষ থেকে দাওয়াত দিয়েছেন।