মালয়েশিয়া যেতে না পারায় ক্ষুব্ধ শ্রমিকরা বুধবার (২২ জানুয়ারি) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সামনে বিক্ষোভ করেছেন। রিক্রুটিং এজেন্সির মাধ্যমে টাকা প্রদান করার পরও নির্ধারিত সময়ে মালয়েশিয়া যেতে না পারায় তারা এ আন্দোলনে নামেন।
সকালে কারওয়ান বাজার গোলচত্বরে জড়ো হয়ে সড়ক অবরোধ করেন বিক্ষোভকারীরা। সকাল ৯টা থেকে শুরু হওয়া এ অবরোধ চলে ১১টা পর্যন্ত। সড়ক অবরোধের কারণে এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়। পরে পুলিশ তাদের সড়ক থেকে সরিয়ে দেয়।
সড়ক থেকে সরিয়ে দেওয়ার পর শ্রমিকরা সোনারগাঁও হোটেলের পাশে অবস্থান নেন এবং বেলা পৌনে ১২টার দিকে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের দিকে মিছিল নিয়ে রওনা দেন। মন্ত্রণালয়ের সামনে গিয়ে তারা "মালয়েশিয়া যেতে চাই, সিন্ডিকেটের কালো হাত ভেঙে দাও" স্লোগান দিতে থাকেন।
বিক্ষোভকারীদের একজন, মইনুদ্দিন বাবু, বলেন, "আমাদের একটাই দাবি, দ্রুত মালয়েশিয়া যাওয়ার সুযোগ দেওয়া হোক।"
ঢাকা মেট্রোপলিটন পুলিশের তেজগাঁও বিভাগের ডেপুটি কমিশনার মোহাম্মদ ইবনে মিজান বলেন, "কারওয়ান বাজার এলাকায় বিক্ষোভকারীদের অবস্থানের কারণে রোগী ও জরুরি সেবাগ্রহীতাদের অসুবিধা হচ্ছিল। আমরা তাদের রাস্তা ছেড়ে যাওয়ার অনুরোধ করি এবং পরে তাদের সরিয়ে দিই।"
বিক্ষোভকারীরা অভিযোগ করেন, রিক্রুটিং এজেন্সিকে অর্থ প্রদানের পরও নির্ধারিত সময়ে তারা মালয়েশিয়া যেতে পারেননি। এমনকি তারা এখনও এজেন্সির কাছ থেকে অর্থ ফেরত পাননি। দ্রুত মালয়েশিয়া যাওয়ার সুযোগ দেওয়ার পাশাপাশি তারা তাদের অর্থ ফেরত পাওয়ার দাবি জানিয়েছেন।
এই শ্রমিকরা দীর্ঘদিন ধরে মালয়েশিয়া যাওয়ার অপেক্ষায় রয়েছেন। তবে সিন্ডিকেট এবং অনিয়মের কারণে তাদের প্রক্রিয়া সম্পন্ন হচ্ছে না বলে তারা দাবি করেন। এ অবস্থায় হতাশ শ্রমিকরা তাদের দাবি আদায়ে এক দফা আন্দোলনে নামেন।
সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত এ সমস্যার সমাধানে এগিয়ে আসবে বলে প্রত্যাশা করছেন বিক্ষোভকারীরা।