ইউক্রেনের নিরাপত্তা নিশ্চিতে ২ লাখ শান্তিরক্ষী প্রয়োজন: জেলেনস্কি

আন্তর্জাতিক ডেস্ক
| আপডেট: ২২ জানুয়ারী, ২০২৫, ০২:০৮ পিএম | প্রকাশ: ২২ জানুয়ারী, ২০২৫, ০২:০৮ পিএম
ইউক্রেনের নিরাপত্তা নিশ্চিতে ২ লাখ শান্তিরক্ষী প্রয়োজন: জেলেনস্কি

রাশিয়ার সঙ্গে যুদ্ধবিরতি হলেও ভবিষ্যতে সম্ভাব্য রুশ আগ্রাসন ঠেকাতে ইউক্রেনের অন্তত ২ লাখ শান্তিরক্ষী প্রয়োজন বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সুইজারল্যান্ডের ডাভোসে মঙ্গলবার (২১ জানুয়ারি) অনুষ্ঠিত ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে তিনি এ কথা বলেন।  

জেলেনস্কি জানান, কিয়েভ ও পশ্চিমা মিত্রদের মধ্যে যুদ্ধবিরতি পরবর্তী নিরাপত্তা নিশ্চিত করার জন্য নানা পরিকল্পনা নিয়ে আলোচনা চলছে। তার মধ্যে ইউরোপীয় শান্তিরক্ষী বাহিনী মোতায়েনের বিষয়টি অন্যতম।  

ইউক্রেনীয় প্রেসিডেন্ট বলেন, "পুরো ইউরোপ থেকে অন্তত ২ লাখ শান্তিরক্ষী প্রয়োজন। এর চেয়ে কম হলে রাশিয়ার বিরুদ্ধে নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়।" তিনি উল্লেখ করেন, রাশিয়ার সেনাসংখ্যা প্রায় ১৫ লাখ, যেখানে ইউক্রেনের রয়েছে তার অর্ধেক।  

শান্তিরক্ষীর চাওয়া নিয়ে তিনি বলেন, "এটা প্রায় পুরো ফরাসি সশস্ত্র বাহিনীর সমান।" ২০২০ সালে ফরাসি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রতিবেদনে দেশটির সশস্ত্র বাহিনীর সদস্য সংখ্যা ২ লাখের কিছু বেশি বলে উল্লেখ করা হয়েছিল।  

সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেন-রাশিয়া যুদ্ধ দ্রুত থামানোর প্রতিশ্রুতি দিয়েছেন। এ বিষয়ে জেলেনস্কি জানান, কিয়েভ ট্রাম্পের সঙ্গে বৈঠকের চেষ্টা চালাচ্ছে।  

"একটি বৈঠক আয়োজনে কাজ চলছে, এটি প্রক্রিয়াধীন," বলেন তিনি। তবে ট্রাম্প যুদ্ধবিরতি কীভাবে বাস্তবায়ন করবেন, সে বিষয়ে এখনো স্পষ্ট কিছু জানাননি।  

জেলেনস্কি তার ভাষণে ইউরোপীয় নেতাদের নিরাপত্তা ও প্রতিরক্ষায় সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান। তিনি বলেন, "ইউরোপের উচিত তার নিজ মহাদেশের নিরাপত্তার দায়িত্ব নিয়ে শক্তিশালী বিশ্ব নেতা হয়ে ওঠা।"  

তড়িঘড়ি যুদ্ধবিরতি হলে তা ইউক্রেনের জন্য দীর্ঘমেয়াদে ক্ষতিকর হতে পারে বলে শঙ্কা প্রকাশ করেন তিনি। ইউক্রেনের সশস্ত্র বাহিনীকে ছোট করার বিষয়ে সম্ভাব্য রুশ শর্ত সম্পর্কে তিনি সাফ জানিয়ে দেন, "আমরা এমন শর্ত মেনে নেব না।"  

ইউরোপের ঐক্যবদ্ধ প্রতিরক্ষা নীতির প্রয়োজনীয়তার ওপর জোর দিয়ে জেলেনস্কি নেটোর ভূমিকা এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের গুরুত্বও তুলে ধরেন।  

যুদ্ধবিরতির সম্ভাবনা নিয়ে আলোচনা চললেও ইউক্রেনের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে জেলেনস্কির এই মন্তব্য যুদ্ধের ভবিষ্যৎ পরিস্থিতি নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন বিশ্লেষকরা।