চালের সিন্ডিকেট ধরতে পারছি না: উপদেষ্টা

এফএনএস অনলাইন:
| আপডেট: ১৪ ফেব্রুয়ারী, ২০২৫, ০৫:০৪ পিএম | প্রকাশ: ২২ জানুয়ারী, ২০২৫, ০৫:২০ পিএম
চালের সিন্ডিকেট ধরতে পারছি না: উপদেষ্টা

কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বুধবার রাজধানীর খামারবাড়িতে কৃষি বিপণন অধিদফতর ও কৃষি তথ্য সার্ভিস পরিদর্শন শেষে সাংবাদিকদের বললেন, চালের বাজারের সিন্ডেকেটকে ধরতে পারছি না, তাই ভাঙতেও পারছি না।

জাহাঙ্গীর আলম বলেন, বিমানের ফ্লাইটে বোমা হামলার হুমকি নিয়ে যারা মিথ্যা সংবাদ ছড়িয়েছে তাদের শনাক্ত করে আইনি ব্যবস্থা নেয়া হবে।

আইনশৃঙ্খলা বাহিনীর পোশাক পরিবর্তনের ইস্যুেত স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, মন ও মানসিকতা পরিবর্ত না হলে কিছুই হবে না। তই সর্বপ্রথম মন মানসিকতা পরিষ্কার করা অত্যন্ত জরুরি।

এ সময় দেশে দুর্নীতির বিরুদ্ধে কাজ করার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

আপনার জেলার সংবাদ পড়তে