দিঘলিয়া উপজেলা মৎস্য দপ্তর ও উপজেলা প্রশাসনের উদ্যোগে ব্রহ্মগাতী সাগরিয়া খালের অবৈধ জাল পাটা উদ্ধারে অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। গতকাল বুধবার সকাল ১১ টায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা সিনিয়র মৎস্য অফিসার স্নিগ্ধা খাঁ বাবলী। এ সময় উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন আলোর মিছিলের প্রতিষ্ঠাতা সভাপতি শেখ তারেক, বিশিষ্ট সাংবাদিক ও আলোর মিছিলের উপদেষ্টা সৈয়দ জাহিদুজ্জামান ও শেখ খালিদ হোসেন, স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন আলোর মিছিলের সদস্য আকিব হোসেন ও স্বজল কুৃমার বিশ্বাস, উপজেলা মেরিন ও ফিশারিজ অফিসার বিদ্যুৎ বিশ্বাস, সার্ভিস প্রভাইডার পাভেল শেখ, পুলিশ সদস্য মুজিবর ও শাহিন, হাজীগ্রাম বেলে ঘাট যুব উন্নয়ন সংস্থার সদস্য কামরান শেখ ও ফকরুল আযম টিপু, আবুল বাসার খান, কাকলী আক্তার ও তাসকিয়া হাসান। এ অভিযানের সময় ব্রহ্মগাতী সাগরিয়া খাল থেকে দেশীয় মাছ নিধন ও খালের স্বাভাবিক জোয়ার ভাটায় প্রতিবন্ধকতা তৈরি এবং খালের নব্যতা বিনষ্টকারী লক্ষাধিক টাকার পাটা, চায়না দোয়ারী জাল, কারেন্ট জাল বেড় জাল উদ্ধার করে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।