বাজিতপুরের নিজস্ব অর্থায়নে গ্রামবাসীরা কাঁচা রাস্তা করছেন

এফএনএস (খন্দকার এইচ.আর ফয়ছল; বাজিতপুর, কিশোরগঞ্জ) : | প্রকাশ: ২৩ জানুয়ারী, ২০২৫, ০৬:১২ পিএম
বাজিতপুরের নিজস্ব অর্থায়নে গ্রামবাসীরা কাঁচা রাস্তা করছেন

 কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার মাইজচর ইউনিয়নের আয়নারগোপ কবরস্থান হতে পারকচুয়া বোরাগাছ সংলগ্ন ৫০০ মিটার কাঁচা রাস্তার কাজ এ ৩ গ্রামের ৪,০০০-৫,০০০ লোক নিজস্ব অর্থায়নে রাস্তাটি বেকু দিয়ে নির্মাণ কাজ করে যাচ্ছেন। বৃহস্পতিবার বিকেলে সরেজমিন গিয়ে দেখা যায়, গত ত্রিশ বছর ধরে রাস্তা না থাকার কারণে বৈশাখ ও জৈষ্ঠ্য মাসে গ্রামবাসীদের নৌকা দিয়ে ধানগুলো আনতে হতো। কয়েক সরকার বদল হলেও তাদের এ রাস্তার সমাধান কেউ করতে পারেনি। রাস্তার সমাধান করতে না পারায় এ ৩ গ্রামের লোকজন নিজস্ব অর্থায়নে গত ৩ দিন ধরে কাঁচা রাস্তা নির্মাণের কাজ শুরু করেছেন। এসময় উপস্থিত ছিলেন মাইজচর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মহসিন মিয়া, চেয়ারম্যান প্রার্থী মিজবাহ উদ্দীন মিজান, মোঃ কবির হোসেনসহ অসংখ্য গ্রামবাসী।

আপনার জেলার সংবাদ পড়তে