চাটমোহরে ট্রাক্টর উল্টে নিহত ১

এফএনএস (হেলালুর রহমান জুয়েল; চাটমোহর, পাবনা) :
| আপডেট: ১৪ ফেব্রুয়ারী, ২০২৫, ০৫:০৪ পিএম | প্রকাশ: ২ ডিসেম্বর, ২০২৪, ০১:৫৩ এএম
চাটমোহরে ট্রাক্টর উল্টে নিহত ১

পাবনার চাটমোহর উপজেলার পার্শ্বডাঙ্গা ইউনিয়নের মহেলা এলাকায় জমি চাষের ট্রাক্টর উল্টে আমিনুল ইসলাম (২৮) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত আমিনুল একই ইউনিয়নের বনগ্রাম চকপাড়ার নাসির উদ্দিনের ছেলে। 

এলাকাবাসী জানান,আমিনুল রবিবার (১ ডিসেম্বর) বিকেলে ট্রাক্টর নিয়ে মহেলা উত্তরপাড়া মাঠে জমি চাষ করতে যান। সন্ধ্যায় ট্রাক্টর নিয়ে বাড়ি ফেরার পথে মাঠ থেকে সড়কে ওঠার সময় ট্রাক্টরটি  উল্টে যায়। আমিনুল ট্রাক্টরের নিচে চাপা পড়ে। আশপাশের লোকজন তাকে উদ্ধার করে। প্রথমে চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে চিকিৎসক রাজশাহীতে প্রেরণ করেন। রাজশাহীতে নেওয়ার পথে রাত ৮টার দিকে মারা যান আমিনুল। চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল আলম দূর্ঘটনা ও মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।   

আপনার জেলার সংবাদ পড়তে