শ্রীমঙ্গলে দুটি ট্রাক ও বালুসহ গ্রেফতার ২

এফএনএস (আতাউর রহমান কাজল; শ্রীমঙ্গল, মৌলভী বাজার) : : | প্রকাশ: ২৪ জানুয়ারী, ২০২৫, ০৭:৩৯ পিএম
শ্রীমঙ্গলে দুটি ট্রাক ও বালুসহ গ্রেফতার ২

শ্রীমঙ্গলে ৮০০ ঘনফুট বালুসহ দুইটি ড্রাম ট্রাক জব্দ করেছে শ্রীমঙ্গল থানা পুলিশ। একই সাথে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে দুইজনকে আটক করেছে পুলিশ।

শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আমিনুল ইসলাম সেলিম জানান, বৃহস্পতিবার রাতে উপজেলার ভূনবীর চৌমুহনা হতে  মির্জাপুরগামী রাস্তায় অভিযান পরিচালনা করে ১২ টনি ট্রাকে বিভিন্ন সরকারি ছড়া, জমি এবং হাইল হাওর হতে অবৈধভাবে উত্তোলন করে আনা বালু লোড করার সময় অবৈধ বালু ব্যবসায়ী মোস্তফা মিয়া (৫৫) ও মো. ফারুক মিয়া মিয়া (৩৫) কে আটক করে পুলিশ। এদের বাড়ি সিলেটের ওসমানিনগর ও হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ বলে পুলিশ জানিয়েছে।

ওসি আমিনুল ইসলাম আরো জানান, ঘটনাস্থল থেকে ৮০০ ঘনফুট বালুসহ দুইটি ১২ টনি ড্রাম ট্রাক আটক করে।

ওসি আমিনুল বলেন, গ্রেফতারকৃত আসামীদ্বয় অবৈধভাবে শ্রীমঙ্গল উপজেলার বিভিন্ন সরকারি ছড়া, জমি এবং হাইল হাওর হতে বালু উত্তোলন করে ভূ-প্রাকৃতিক পরিবেশ নষ্ট করছে। গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে ঘটনার বিষয়ে নিয়মিত মামলা দায়ের করে  যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে