বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলার পূর্ব রহমতপুর গ্রামের বাসিন্দা এসএসসি পরীক্ষার্থী রাব্বি হাওলাদারের (১৮) হত্যাকারীদের গ্রেপ্তারপূর্বক ফাঁসির দাবিতে শনিবার সকালে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী। বরিশাল-ঢাকা মহাসড়কের রহমতপুর নামকস্থানে অবরোধ করে ঘন্টাব্যাপী বিক্ষোভ চলাকালীন মহাসড়কের দুইপাশে সকল ধরনের যানচলাচল বন্ধ করে দেওয়া হয়। জানা গেছে, সকাল সাড়ে দশটার দিকে প্রথমে মহাসড়কের দুইপাশে মানববন্ধন কর্মসূচি পালন করে এলাকাবাসী। পরবর্তীতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল শুরু করা হয়। এসময় সড়কের দুইপাশে তীব্র যানজটের সৃষ্টি হয়। মানববন্ধন চলাকালীন অনুষ্ঠিত সমাবেশে বক্তারা বলেন, রাব্বি হত্যার ঘটনায় দায়ের করা মামলার এজাহারভুক্ত আসামিদের এখনও গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। অনতিবিলম্ভে আসামিদের গ্রেপ্তার করা না হলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও বক্তারা উল্লেখ করেন। মহাসড়ক অবরোধ করে প্রায় এক ঘন্টা বিক্ষোভ করার পর থানা পুলিশ মহাসড়ক থেকে বিক্ষুব্ধদের সরিয়ে যান চলাচল স্বাভাবিক করেছেন। বিক্ষুব্ধ এলাকাবাসী অভিযোগ করে বলেন, এসএসসি পরীক্ষার্থী রাব্বি হাওলাদার গত ১৯ জানুয়ারি রাতে রহস্যজনকভাবে নিখোঁজের পর থানায় সাধারণ ডায়েরি করা হলেও পুলিশ তাৎক্ষনিক কোন ব্যবস্থা গ্রহণ করেনি। গত ২২ জানুয়ারি ভোরে বাড়ির পাশের বাগান থেকে রাব্বির রক্তাক্ত লাশ উদ্ধার করা হয়। নিহত স্কুল ছাত্র রাব্বি হাওলাদার পূর্ব রহমতপুর গ্রামের বাসিন্দা বাচ্চু হাওলাদারের ছেলে। রাব্বি উপজেলার মোহনগঞ্জ স্কুল এন্ড কলেজের এসএসসি পরীক্ষার্থী ছিলো। এয়ারপোর্ট থানার ওসি মো. জাকির হোসেন সিকদার জানিয়েছেন, মামলার এজাহারভূক্ত আসামিদের গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।