রহস্যজনকভাবে নিখোঁজ কলেজ ছাত্র সাজ্জাদ

এফএনএস (বরিশাল প্রতিবেদক) : : | প্রকাশ: ২৫ জানুয়ারী, ২০২৫, ০৩:০৪ পিএম
রহস্যজনকভাবে নিখোঁজ কলেজ ছাত্র সাজ্জাদ

রহস্যজনকভাবে নিখোঁজের চারদিন পরেও খোঁজ মেলেনি কলেজ ছাত্র সাজ্জাদ হোসেনের (১৮)। একমাত্র পুত্র সন্তানের কোন খোঁজ না পেয়ে ব্যাকুল হয়ে পরেছেন সাজ্জাদের বাবা ও মা। ঘটনাটি জেলার বানারীপাড়া পৌরসভার নয় নম্বর ওয়ার্ডের। নিখোঁজ সাজ্জাদ হোসেন বানারীপাড়া ডিগ্রি কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ও বানারীপাড়া উপজেলা হাসপাতালের সামনের ওষুধ ব্যবসায়ী আব্দুস সালামের একমাত্র ছেলে। নিখোঁজের ঘটনায় বানারীপাড়া থানায় সাধারণ ডায়েরী করা হয়েছে। শনিবার দুপুরে আব্দুস সালাম বলেন, বুধবার সকালে কলেজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে রহস্যজনক কারণে সাজ্জাদ নিখোঁজ হয়। বানারীপাড়া থানার ওসি মো. মোস্তফা জানান, বিশেষ চাহিদা সম্পন্ন নিখোঁজ সাজ্জাদের সন্ধানে কাজ করছে পুলিশ।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে