জুলাই মাসে বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) শিক্ষার্থীদের ওপর হামলা মামলার আসামি আটক নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী শাহারিয়ার সানকে দরজা ভেঙে ছাড়িয়ে নিয়ে গেছে তার সহকর্মীরা। শনিবার সকালে তথ্যের সত্যতা নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এটিএম রফিকুল ইসলাম বলেন, ফ্যাসিবাদের প্রশ্নে আমাদের অবস্থান স্পষ্ট। আমরা কখনো তাদের প্রশয় দেব না। বিষয়টি নিয়ে উপাচার্যের সাথে কথা বলা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন। এর আগে শুক্রবার (২৪ জানুয়ারি) সন্ধ্যায় সাধারণ শিক্ষার্থীরা ছাত্রলীগ কর্মী শাহারিয়ার সানকে বিশ্ববিদ্যালয়ের ৩ নম্বর গেটের সিকিউরিটি রুমে আটক করে রাখে। খবর পেয়ে সানের সহকর্মীরা এসে রুমের দরজা ভেঙে তাকে ছাড়িয়ে নিয়ে যায়। শাহারিয়ার সান বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। সে গত বছরের ২৯ জুলাই সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলা মামলায় ৮ নম্বর আসামি। ববি’র শিক্ষার্থী মোশাররফ হোসেন বলেন, ববির সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলা এবং পুলিশের কাছে শিক্ষার্থীদের ধরিয়ে দেওয়ার ঘটনার মামলার আসামি সানকে শিক্ষার্থীরা সিকিউরিটি গার্ডের কক্ষে আটকে রাখে। পরবর্তীতে তার সহকর্মীরা রুমের দরজা ভেঙে সানকে ছাড়িয়ে নিয়ে যায়।