মিথ্যে তথ্য দিয়ে, নিয়ম বর্হিভূতভাবে এক পরিবারে একাধিক কার্ড গ্রহণের অভিযোগে ৬০ হাজার টিসিবির (ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ) কার্ড বাতিল করেছে বরিশাল সিটি করপোরেশন। বাতিলকৃত কার্ডগুলো পর্যায়ক্রমে দরিদ্র পরিবারের মধ্যে বিতরণ করা হবে বলে জানিয়েছে বিসিসি কর্তৃপক্ষ। শনিবার সকালে টিসিবি বরিশালের সহকারী পরিচালক প্রকৌশলী শতদল মন্ডল জানিয়েছেন, যাচাই-বাছাই শেষে ৬০ হাজার কার্ডে অনিয়ম পেয়েছে সিটি করপোরেশন। এক পরিবার থেকে একাধিক কার্ড নেওয়ার কোনো নিয়ম নেই। কিছু বাতিল কার্ডে তথ্য অসম্পূর্ণ ছিল, বাকিগুলো নির্ধারিত শর্ত পূরণ করা হয়নি। তিনি বলেন, টিসিবির পক্ষ থেকে সিটি করপোরেশনকে ৩১ হাজার ৫৭৪টি স্মার্ট কার্ড ফেরত দিয়েছি। কার্ড বিতরণ শেষে আমরা পণ্য সরবরাহ করবো। সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল বারী বলেন, বিভিন্ন যৌক্তিক কারণেই এসব কার্ড বাতিল হয়েছে। বাতিল কার্ডগুলো প্রকৃত দরিদ্র পরিবারের মধ্যে বিতরণ করা হবে।