মাদারীপুরের শিবচরে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় নারীসহ ৭ জন আহত হয়েছে। শনিবার সকালে শিবচর উপজেলা দক্ষিন বহেরাতলা ইউনিয়নের চরকামারকান্দি এলাকায় এই ঘটনা ঘটে।আহতরা হলেন হেমায়েত মাতুব্বর(৬৫), ছায়েদ মাতুব্বর(৪২), দিদার মুন্সি (৪০), পাখি বেগম (৬৫)। বাকিদের নাম তাৎক্ষণিক পাওয়া যায় নি। এলাকাবাসী জানায়, শিবচরেরর চরকামারকান্দি গ্রামের হেমায়েত মাতুব্বর ও আব্দুল খালেক মাতুব্বরের সাথে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। সকালে বিরোধপূর্ণ জমি নিয়ে সালিশ বৈঠক শুরু করেন স্থানীয় মাদবররা। সালিশ বৈঠক চলাকালে সময়ে আব্দুল খালেক মাতুব্বর লোকজন নিয়ে ধারালো অস্ত্র দিয়ে হেমায়েত মাতুব্বরের উপর হামলা চালায় বাঁধা দিলে নারীসহ ৭ জনকে কুপিয়ে জখম করার অভিযোগ ওঠে আব্দুল খালেক মাতুব্বরের বিরুদ্ধে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। পরে এলাকাবাসী তাদেরকে উদ্বার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। আহতের মধ্যে পাখি বেগমসহ দুইজনকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজে প্রেরণ করেন চিকিৎসক। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন মাদারীপুরের শিবচর থানা ওসি রতন শেখ।