ফ্যাসিবাদ সরকার ২কোটি ভুয়া ভোটার তৈরী করেছে, তা বাতিল করতে হবে। বর্তমান ভোটার তালিকার হালনাগাদ চলছে, কিভাবে ফ্যাসিবাদ সরকার ২কোটি ভুয়া ভোটার তৈরী করেছে, তা বাদ দিতে হবে। ২০০৮ সাল থেকে ১৬ বছরে যে সকল তরুন যুবকেরা ভোটার তালিকা থেকে বাদ পড়েছে তাদের অন্তভূক্ত করতে হবে। একটি স্বচ্ছ নির্বাচন করতে হলে স্বচ্ছ ভোটার তালিকা তৈরী করতে হবে। সিরাজগঞ্জের রায়গঞ্জে বিশাল জনসভায় প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামী এর সহকারি সেক্রেটারী জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান এমন মন্তব্য করেন। তিনি আরো বলেন, দীর্ঘ আন্দোলনের পর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে ফ্যাসিবাদ সরকার পতন হয়েছে। বিগত ১৭ বছরে বিভিন্ন রাজনৈতিক দল আন্দোলন করেছে, তাদের রাজাকার, ৭১ দোসর ট্যাগ লাগিয়ে বিভিন্ন আন্দোলন দমন করেছে। কোটা আন্দোলনকে কেন্দ্র করে ২০২৪ সালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে ছাত্র-জনতার আন্দোলনে ফ্যাসিবাদ সরকার পতন হয়েছে। তিনি আরো বলেন, বিগত ফ্যাসিবাদ সরকার আমলে সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে জামায়াত ইসলাম ও ছাত্র শিবিরের নেতাকর্মী। এদলের প্রথম সারির ১১জনকে বিচারের নামে হত্যা করেছে। তবুও জামায়াতের নেতারা পালায়নি। কেননা জামায়াতের নেতাকর্মীরা জমি দখল, চাদাবাজি, কোন দুর্নীতি করেনি। কিন্তু ফ্যাসিবাদ সরকার দুর্নীতি, চাদাবাজ সহ বিভিন্ন অপকর্ম করেছে ফ্যাসিবাদ সরকারের প্রধান সহ তাদের নেতাকর্মীরা পালিয়েছে। বাংলাদেশ জামায়াত ক্ষমতায় গেলে কোন চাদাবাজ থাকবে না। কেউ চাদাবাজ করলে, সে জামায়াত ইসলামী দল করতে পারবে না। (২৫ জানুয়ারী ২০২৫), শনিবার, দুপুর ২টায় রায়গঞ্জের নিমগাছী ডিগ্রী কলেজ মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামী রায়গঞ্জ, তাড়াশ উপজেলা ও সলঙ্গা থানা শাখার উদ্যোগে বিশাল জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী এর সহকারি সেক্রেটারী জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান। বাংলাদেশ জামায়াতে ইসলামী রায়গঞ্জ শাখার আমীর আলী মুর্তজা এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা ড. আব্দুস সামাদ, বাংলাদেশ জামায়াতে ইসলামী সিরাজগঞ্জ শাখার আমীর মাওলানা শাহিনুর আলম, নায়েবে আমীর মাওলানা আব্দুস সালাম, সেক্রেটারী অধ্যাপক মো: জাহিদুল ইসলাম, সহকারি সেক্রেটারী বাংলাদেশ অধ্যাপক শহিদুল ইসলাম। বাংলাদেশ জামায়াতে ইসলামী তাড়াশ শাখার আমীর খ.ম সাকলাইন ও সলঙ্গা থানার আমীর রাশেদুল হাসান এর সঞ্চালনায় বিশাল সমাবেশে রায়গঞ্জ, তাড়াশ উপজেলা ও সলঙ্গা থানার সাধারন জনগণ, মাওলানা, সুশীল সমাজ, শিক্ষক, সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন ।