জামালপুরের মেলান্দহ পৌর এলাকা থেকে অটোচালক শহিদুল ইসলাম (৩৫) এর লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত ব্যক্তি পূর্ব মালঞ্চ গ্রামের আবুল কাশেমের ছেলে বলে জানা গেছে। ২ ডিসেম্বর সকালে নয়ানগর এলাকার বনবাড়ি তেতুল তলা খোলা মাঠে পরিত্যাক্ত অবস্থায় লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়। বিকেল ৪টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত মেলান্দহ থানার অফিসার ইনচার্জ মাসুদুজ্জামান জানান-আগেরদিন শহিদুল ইসলাম বাড়ি থেকে অটোরিক্সা নিয়ে বের হবার নিখোঁজ হন। ধারণা করা হচ্ছে অটোরিক্সাটি ছিনতাইয়ের জন্য হাত-পা বেঁধে হত্যা করেছে। মৃতদেহটি উদ্ধার শেষে জামালপুর মর্গে প্রেরণ করা হয়েছে।