মুলাদীতে বিএনপির আলোচনা সভা ও দোয়া

এফএনএস (মোঃ আরিফুল হক তারেক; মুলাদী, বরিশাল) : : | প্রকাশ: ২৫ জানুয়ারী, ২০২৫, ০৮:০৭ পিএম
মুলাদীতে বিএনপির আলোচনা সভা ও দোয়া

মুলাদীতে বিএনপির প্রতিষ্ঠাতা শহিদ জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় আলোচনা সভা ও দোয়া মোনাজাত করা হয়েছে। গতকাল শনিবার বেলা ১২টায় সাবেক এমপি মোশাররফ হোসেন মঙ্গুর বাসভবনে এই আলোচনা সভা ও দোয়া মোনাজাত করা হয়। এতে সভাপতিত্ব করেন, মুলাদী পৌর বিএনপির আহ্বায়ক এনামুল হক ইনু। প্রধান অতিথি ছিলেন, বিএনপির কেন্দ্রিয় নির্বাহী কমিটির সদস্য বরিশাল-৩ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মোশাররফ হোসেন মুঙ্গু। বিশেষ অতিথি ছিলেণ, উপজেলা বিএনপির সদস্য সচিব কাজী কামাল হোসেন, ডক্টর এসোসিয়েশন অফ বাংলাদেশ (ড্যাব) এর উত্তরা বাংলাদেশ মেডিকেল কলেজ শাখার সভাপতি অধ্যাপক ডা. জাহানারা লাইজু, হিজলা উপজেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট দেওয়ান মো. মনির হোসেন। মুলাদী পৌর ছাত্রদলের আহ্বায়ক সোহানুর রহমান সোহানের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর হোসেন কবিরাজ, অধ্যাপক মুনিরুজ্জামান মনির, শায়লা শারমিন মিম্মু, মশিউর রহমান মাসুদ, হিজলা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন-আহবায়ক আলতাফ হোসেন খোকন, সাবেক সাধারণ সম্পাদক মেজবাহ উদ্দিন চৌধুরী অপু, হাওয়ানুর চৌধুরী, মুলাদী পৌর বিএনপির সদস্য সচিব মিজানুর রহমান হাওলাদার, সিনিয়র যুগ্ন-আহবায়ক হাবিবুর রহমান সাবু, যুগ্ন-আহবায়ক আনিসুর রহমান আলাল, কামাল হোসেন অপু মোল্লা, উপজেলা যুবদল আহবায়ক মিজানুর রহমান হাওলাদার, সদস্য সচিব আরিফুর রহমান টিটু, পৌরসভা যুবদল আহবায়ক রফিকুল ইসলাম ঢালী, সদস্য সচিব শফিকুল ইসলাম শাওন হাওলাদার, সিনিয়র যুগ্ন-আহবায়ক আল মামুন সিকদার, উপজেলা কৃষকদল সভাপতি সালাম কবির হাওলাদার (ভিপি সালাম), উপজেলা স্বেচ্ছাসেবকদল আহবায়ক রোকনুজ্জামান মোল্লা, সদস্য সচিব আবু জাহিদ মোল্লা, পৌরসভা স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব ইউনুস হাওলাদার, উপজেলা ছাত্রদল আহবায়ক মহিউদ্দিন ঢালী, সদস্য সচিব জুলফিকার আহম্মেদ বিল্লাল, পৌরসভা ছাত্রদলের যুগ্ন-আহবায়ক হেমায়েত উদ্দিন হাওলাদার, ইসমাইল সরদার, মুলাদী সরকারি কলেজ ছাত্রদল আহবায়ক ইলিয়াস খান, উপজেলা শ্রমিক দলের সভাপতি আলী আজম সরদার, পৌরসভা শ্রমিকদল সভাপতি মফিজুর রহমান শরীফ, সাধারণ সম্পাদক মাসুদ খান রিকুসহ উপজেলা, পৌর বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে