বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৪ এর ঘোষিত তালিকা স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী শনিবার (২৫ জানুয়ারি) রাতে তাঁর ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এই তথ্য জানান। তিনি বলেন, পুরস্কারের তালিকা স্থগিত করার পাশাপাশি পুরস্কার ব্যবস্থার নীতিমালা রিভিউ করারও প্রয়োজনীয়তা রয়েছে।
এদিকে, বাংলা একাডেমি জানায়, পুরস্কারের ঘোষিত তালিকার পুনর্বিবেচনার জন্য কিছু অভিযোগের পরিপ্রেক্ষিতে একাডেমির সাহিত্য পুরস্কার কমিটির একটি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় আলোচনার পর সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, তালিকাটি পুনঃপর্যালোচনা করা হবে এবং তিন কর্মদিবসের মধ্যে তা পুনঃপ্রকাশ করা হবে।
গত ২৩ জানুয়ারি বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৪ এর জন্য যাঁদের নাম ঘোষণা করা হয়েছিল, তাঁদের মধ্যে ছিলেন—কবিতায় মাসুদ খান, কথাসাহিত্যে সেলিম মোরশেদ, নাটক ও নাট্যসাহিত্যে শুভাশিস সিনহা, প্রবন্ধ-গদ্যে সলিমুল্লাহ খান, শিশুসাহিত্যে ফারুক নওয়াজ, অনুবাদে জি এইচ হাবীব, গবেষণায় মুহম্মদ শাহজাহান মিয়া, বিজ্ঞানে রেজাউর রহমান, মুক্তিযুদ্ধে মোহাম্মদ হাননান এবং ফোকলোরে সৈয়দ জামিল আহমেদ। তবে, পুরস্কারের তালিকা প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে তা নিয়ে নানা বিতর্ক ও সমালোচনা শুরু হয়। বিশেষ করে, কোনো নারী লেখককে মনোনীত না করা এবং মনোনীতদের কিছু নীতিগত বিতর্ক নিয়ে আলোচনা চলছে।
ফারুকী বলেন, "বাংলা একাডেমি পুরস্কারের জন্য ঘোষিত তালিকা নিয়ে যে আলোচনা-সমালোচনা চলছে, তা বিবেচনায় নিয়ে পুরস্কারের নীতিমালা পুনঃপর্যালোচনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমরা একাডেমির সংস্কারের দিকে যাবো এবং দেশের সংস্কারের সঙ্গে একাডেমির সংস্কারও অতি জরুরি।"
এ সিদ্ধান্তের মাধ্যমে বাংলা একাডেমি এ বিষয়ে উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় দৃঢ় পদক্ষেপ নিয়েছে এবং আগামী দিনে সংস্কৃতির ক্ষেত্রে আরও স্বচ্ছ ও ন্যায্য কার্যক্রম পরিচালনার প্রতিশ্রুতি দিয়েছে।