রাজশাহীর তানোরে পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি)’র উদ্যোগে ও দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর এমআইপএস প্রকল্পের সহযোগিতায় পিএফজির সম্মিলিত কার্যক্রম অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ জানুয়ারী) সকাল সাড়ে ১১টার দিকে তানোর উপজেলার কৃষি কর্মকর্তার কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়। পিএফজির সদস্য ও তানোর উপজেলা বিএনপির আহ্বায়ক আখেরুজ্জামান হান্ননের সভাপতিত্বে সভা সঞ্চালনায় এ্যাম্বসেডর আব্দুস সালাম। এতে বক্তব্য রাখেন, দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর এমআইপিএস প্রকল্পের ফিল্ড কো-অর্ডিনেটর হেলাল উদ্দিন। সভায় জানানো হয়, নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে মোহনপুর পিএফজির দ্বন্দ্ব নিরশনে কাজ করছে। সভায় বক্তারা বলেন, পিএফজি উদার অসম্প্রাদায়িক, বহুত্ববাদী সহনশীল, মুক্ত, মানবিক সমাজ ও রাষ্ট্র নির্মাণের লক্ষ্যে গণতান্ত্রিক মূল্যবোধের বিকাশ, সহিংসতা নিরসন, জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের সহাবস্থান নিশ্চিতকরণ ও ইতিবাচক রাজনৈতিক সংস্কৃতি সমাজ বিনির্মাণ এবং সম্মিলিত উদ্যোগে সামাজিক সমস্যা নিরসন বিশেষ করে রাজনৈতিক, ধর্মীয় ও জাতিগত সহিংসতা নিরসন এবং স্থানীয় পর্যায়ে শান্তি-সম্প্রীতি ও সহাবস্থান নিশ্চিতকরণে কাজ করে যাচ্ছে। আলোচনা শেষে তানোর মহিলা কলেজের সহকারী অধ্যাপক মাহমুদুল আলম মাসুদকে কো-অর্ডিনেটর ও কলেজ শিক্ষক আব্দুস ছামাদ, জাতীয় পার্টি সভাপতি শামসুদ্দিন মন্ডল, কামারগাঁ ইউনিয়ন বিএনপির সভাপতি জাহিদুল ইসলাম ও তানোর উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি সোনিয়া সরদারকে এম্বাসিডর করে তানোর পিএফজি গঠনতন্ত্র অনুযায়ী পুণগঠন করা হয়। পরিকল্পনা সভায় বক্তব্য দেন, তানোর মহিলা কলেজের সহকারী অধ্যাপক ও পিএফজির কো-অর্ডিনেটর মাসুদুল আলম মাসুদ, মোহনপুর পিএফজির কো-অর্ডিনেটর আব্দুল আলিম শেখ, জাতীয় পার্টির তানোর উপজেলার সভাপতি ও পিস এ্যম্বাসিডর মো. শামসুদ্দিন মন্ডল, জাতীয়তাবাদী দলের কামারগাঁ ইউনিয়ন সভাপতি ও পিস এ্যম্বাসিডর জাহিদুল ইসলাম। আলোচনা শেষে চলতি বছরের জানুয়ারী থেকে মার্চ পর্যন্ত তিন মাসের পরিকল্পনা করে সভাপতির সমাপনি বক্তব্যের মধ্য দিয়ে ফলোআপ সভা শেষ করা হয়। ই/তা