কাপাসিয়ার সিঙ্গুয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া

এফএনএস (এফ এম কামাল হোসেন; কাপাসিয়া, গাজীপুর) : | প্রকাশ: ২৬ জানুয়ারী, ২০২৫, ০১:৩৪ পিএম
কাপাসিয়ার সিঙ্গুয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া
গাজীপুরের কাপাসিয়া উপজেলার 'সিঙ্গুয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ে' বার্ষিক ক্রীড়ানুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। ২৫ জানুয়ারি শনিবার বিকালে বিদ্যালয় মাঠে প্রধান অতিথি হিসাবে পুরস্কার বিতরণ করেন গাজীপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও কাপাসিয়া উপজেলা বিএনপির সভাপতি শাহ্ রিয়াজুল হান্নান রিয়াজ। আধুনিক তথ্য প্রযুক্তি ব্যবহার করে অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি তামান্না তাসনীম। অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন কাপাসিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব খন্দকার আজিজুর রহমান পেরা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষানুরাগী মোঃ মনিরুল হক সরকার, দাতা সদস্য মোঃ জাহাঙ্গীর আলম, হুমায়ূন কবির কাজল, বারিষাব ইউনিয়ন বিএনপির সভাপতি মাওলানা মোহাম্মদ কফিল উদ্দিন, ঘাগটিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ বজলুর রশীদ নয়ন, সাধারণ সম্পাদক মোঃ হারুন অর রশীদ মাঝি, বারিষাব ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আবুল কাশেম মাস্টার প্রমুখ। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোস্তাফিজার রহমানের সার্বিক তত্ত্বাবধানে ক্রিড়ানুষ্ঠান প্রাণবন্ত পরিচালনা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক হাবিবুর রহমান শাহীন। পরে স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এর আগে দিনব্যাপী বিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রতিযোগিতা মূলক ক্রিড়া নৈপুণ্য প্রদর্শন করে।
আপনার জেলার সংবাদ পড়তে