গত বছর ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে পুলিশের গুলিতে গুরুতর আহত ফার্নিচার মিস্ত্রি নজরুল ইসলাম (২৬) কে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে দেখতে এলেন ঢাকা বিশ্ববিদ্যালয় সমন্বয়ক ও চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির ছাত্র প্রতিনিধি মো. মহিউদ্দিন। শনিবার (২৫ জানুয়ারি) রাতে অন্যান্য ছাত্র প্রতিনিধিসহ তিনি হাসপাতালে চিকিৎসাধীন নজরুলের খোঁজ খবর নেন। আহত নজরুল মতলব উপজেলার উপাদি দক্ষিণ ইউনিয়ন মাষ্টার বাজার ভাট বাড়ি এলাকার মজিবুর রহমানের ছেলে। তিনি চট্টগাম পতেঙ্গা স্টীল মিলস্ এলাকায় ফার্নিচারের দোকানে কাজ করতেন। স্বজনরা জানান, নজরুল ৫ আগস্ট,২০২৪ ছাত্র-জনতার আন্দোলনের সময় পুলিশের গুলিতে গুরুতর আহত হন। তার একটি গুলি ফুসফুসের হাড়ে আটকে আছে বলে জানান চিকিৎসকরা। নজরুলের মা জানান, তার স্বামী একজন কৃষক। গুলিবিদ্ধ ছেলে চিকিৎসা ব্যয় বহন করা সম্ভব হচ্ছে না। গুলির যন্ত্রণায় নজরুল প্রতিনিয়ত আরো অসুস্থ হয়ে পড়ছে। তার আয়ে চলছিল সংসার। এখন সব কিছুই বন্ধ। তিনি তার সন্তানের চিকিৎসার জন্য বর্তমান অন্তর্বর্তী সরকারের দৃষ্টি কামনা করেন।