সেনাবাহিনীর উদ্যোগে অসহায় দরিদ্রদের মাঝে গৃহ নির্মাণ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। শনিবার (২৫ জানুয়ারি) চাঁদপুর সদর উপজেলায় বন্যা পরবর্তী পূণর্বাসন কর্মসূচির অধীনে চাঁদপুর সেনাক্যাম্প কর্তৃক ১৫ টি বন্যা দুর্গত অসহায় পরিবারের মাঝে গৃহ নির্মাণ সামগ্রী হিসেবে ঢেউটিন ও প্রতিটি পরিবারকে নগদ অর্থ বিতরণ করা হয়। গৃহ নির্মাণ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ কার্যক্রমের প্রধান অতিধি হিসেবে উপস্থিত ছিলেন লেফটেন্যান্ট কর্নেল মো. মোয়াজ্জেম হোসেন, পিএসসি (অধিনায়ক-২১ বীর)। তিনি বলেন, চাঁদপুর ও আশেপাশের এলাকায় বন্যা পরিস্থিতির অবনতির কারণে এই এলাকায় জানমাল এবং বাড়িঘর এর বেশ ক্ষয়ক্ষতি পরিলক্ষিত হয়। গত ২৪ আগষ্ট ২০২৪ থেকে চাঁদপুর আর্মি ক্যাম্প এর তত্ত্বাবধানে এ সকল বন্যাদূর্গত এলাকায় বিপুল পরিমাণে ত্রাণ বিতরন অভিযান পরিচালনা করে আসছে সেনাবাহিনী।