চন্দনাইশে মোটর সাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্য

এফএনএস (মোহাম্মদ বেলাল হোছাইন; সাতকানিয়া, চট্টগ্রাম) :
| আপডেট: ১৪ ফেব্রুয়ারী, ২০২৫, ০৫:০৪ পিএম | প্রকাশ: ২৬ জানুয়ারী, ২০২৫, ০২:০৮ পিএম
চন্দনাইশে মোটর সাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্য

দক্ষিণ চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার রওশন হাটে ওভারটেক করতে গিয়ে বালুভর্তি ট্রাকের চাপায় পিষ্ঠ হয়ে মোটর সাইকেলের দুই আরোহীর একজন ঘটনাস্থলে মারা গেছে। অপরজন হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। গতকাল ২৫ জানুয়ারি শনিবার দিবাগত রাত ১১ টায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, নোমান এবং হেলাল নামক দুই যুবক একটি মোটর সাইকেলে চেপে চট্টগ্রাম - কক্সবাজার মহাসড়কের চন্দনাইশের বিজিসি ট্রাস্ট এলাকা হতে হাশিমপুর এলাকার দিকে যাবার সময় রওশন হাট নামক স্থানে একটি বালুভর্তি ট্রাককে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে ট্রাকের পেছনের চাকার নিচে পড়ে যায়। সাথে সাথে ট্রাকের চাকার চাপায় বাইক আরোহী নোমান (২৫) এর মাথা থেতলে মগজ বের হয়ে ঘটনাস্থলে মৃত্যু হয়। অপর আরোহী হেলালকে স্থানীয়রা গুরুতর আহতাবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে। দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও সি) শুভ রঞ্জন চাকমা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আপনার জেলার সংবাদ পড়তে