বরিশালের আগৈলঝাড়া শিক্ষার আলো ছড়াতে ১৯১৯ সালের ২৬ জানুয়ারী এইদিনে নিরক্ষর ভেগাই হালদার একটি স্কুল প্রতিষ্ঠাতা করেন। ওই ঐতিহ্যবাহী ভেগাই হালদার পাবলিক একাডেমীর ১০৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রোববার সকালে বিদ্যালয় জাতীয় পতাকা উত্তোলন ও বিদ্যালয় প্রতিষ্ঠাতা পুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুণ্যশ্লোক মহাত্ম স্বর্গীয় ভেগাই হালদারের প্রতিকৃতিতে মাল্যদান ও পুস্পর্পন করা হয়। পরে বিদ্যালয় চত্তর থেকে এক বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বেরহয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বিদ্যালয় মাঠে শেষ হয়। ১৯১৯ সালের ২৬ জানুয়ারী স্বর্গীয় ভেগাই হালদার বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলা সদরের ফুল্লশ্রী গ্রামে একটি স্কুল প্রতিষ্ঠাতা করেন। এর পরে ভেগাই হালদার পাবলিক একাডেমীর মাঠে বিদ্যালয়ে প্রধান শিক্ষক যতীন্দ্র নাথ মিস্ত্রীর সভাপতিত্বে প্রতিষ্ঠাবার্ষিকীর উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় সভায় বক্তব্য রাখেন, উপজেলা নিবার্হী অফিসার ফারিহা তানজিন, উপজেলা বিএনপি সদস্য সচিব মোল্লা বশির আহামেদ পান্না, যুগ্ন-আহবায়ক শাহ মোহাম্মাদ বখতিয়ার, আবুল মোল্লা, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ফারহানা আক্তার, সাধারণ সম্পাদক হরিপদ সরকার, উপজেলা একাডেমী সুপারভাইজার প্রান কুমার ঘটক, কোদালধোয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পুলিন চন্দ্র বাড়ৈ, স্বর্গীয় ভেগাই হালদারের উত্তরশুরী অবনী ভুষন হালদার, বিদ্যালয়ের সাবেক ছাত্র সাংবাদিক সরদার হারুন রানা, সাংবাদিক এসএম ওমর আলী সানি প্রমুখ। পরে অতিথিদের ফুল দিয়ে বরন করাসহ উপস্থিত লোকজনের মাঝে মিষ্টি বিতরন করা হয়েছে। উল্ল্লেখ্য, ১৯১৯ সালের ২৬ জানুয়ারী স্বর্গীয় ভেগাই হালদার বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলা সদরের ফুল্লশ্রী গ্রামে একটি স্কুল প্রতিষ্ঠাতা করেন।