বরিশালে দুটি পুকুর থেকে মানুষের টুকরো উদ্ধার

এফএনএস (বরিশাল প্রতিবেদক) :
: | আপডেট: ১৪ ফেব্রুয়ারী, ২০২৫, ০৫:০৪ পিএম : | প্রকাশ: ২৬ জানুয়ারী, ২০২৫, ০৪:২৮ পিএম
বরিশালে দুটি পুকুর থেকে মানুষের টুকরো উদ্ধার

নগরীর কাশিপুর ইছাকাঠী হাতেম মীরার দিঘী ও পাশের একটি পুকুর থেকে মানুষের কাটা হাত, পা ও শরীরের পাঁচটি অংশের টুকরো উদ্ধার করেছে পুলিশ। রোববার সকাল নয়টার দিকে জাতীয় সেবা ৯৯৯ এর মাধ্যমে খবর পেয়ে এয়ারপোর্ট থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দিঘী ও তার পাশের একটি পুকুর থেকে ডুবুরী দলের সহায়তায় মধ্য বয়সের অজ্ঞাতনামা ব্যক্তির লাশের এসব টুকরো উদ্ধার করে মর্গে প্রেরণ করেছেন। দুপুরে তথ্যের সত্যতা নিশ্চিত করে এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাকির হোসেন শিকদার জানিয়েছেন, স্থানীয় স্কুল পড়ুয়া এক তরুন প্রথমে হাতেম মীরার দিঘীতে একটি কাটা পা দেখতে পেয়ে এলাকাবাসীকে জানায়। পরবর্তীতে তারা ৯৯৯ এর মাধ্যমে থানা পুলিশকে খবর দেয়। ওসি আরও জানান, প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে দূর থেকে হত্যা করে মানুষের শরীরের এসব কাটা অংশ এখানে ফেলা হয়েছে। পুরো বিষয়টি গভীরভাবে খতিয়ে দেখা হচ্ছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত (বিকেল চারটা) ওই পুকুর ও দিঘীতে তল্লাশী অভিযান অব্যাহত রেখেছে ডুবুরি দলের সদস্যরা।


0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে