আন্তর্জাতিক সম্মেলনের উদ্যোগ

রোহিঙ্গা সহায়তা অব্যাহত রাখবে যুক্তরাষ্ট্র: প্রেস সচিব

নিজস্ব প্রতিবেদক
| আপডেট: ১৪ ফেব্রুয়ারী, ২০২৫, ০৫:০৪ পিএম | প্রকাশ: ২৬ জানুয়ারী, ২০২৫, ০৭:০৫ পিএম
রোহিঙ্গা সহায়তা অব্যাহত রাখবে যুক্তরাষ্ট্র: প্রেস সচিব

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাহী আদেশে ৯০ দিনের জন্য সব মার্কিন বৈদেশিক সহায়তা কর্মসূচি সাময়িকভাবে বন্ধ করা হলেও বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের জন্য মার্কিন সহযোগিতা অব্যাহত থাকবে। রোববার (২৬ জানুয়ারি) ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানান।  

সংবাদ সম্মেলনে প্রেস সচিব বলেন, "রোহিঙ্গাদের জন্য মার্কিন সাহায্য বন্ধ হচ্ছে না। এ জন্য প্রধান উপদেষ্টা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন।" তিনি আরও জানান, চলতি বছর রোহিঙ্গা সংকট নিয়ে বড় পরিসরে একটি আন্তর্জাতিক সম্মেলন আয়োজন করা হবে, যেখানে ১৭০টি দেশ অংশ নেবে। সম্মেলনের সহ-আয়োজক হিসেবে থাকবে জাতিসংঘ।  

এদিকে, মার্কিন আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা (ইউএসএআইডি) সম্প্রতি বাংলাদেশে তাদের সব উন্নয়ন প্রকল্প ও সহায়তা কার্যক্রম স্থগিত করার নির্দেশ দিয়েছে। ইউএসএআইডির পাঠানো চিঠিতে বলা হয়েছে, বাংলাদেশে বাস্তবায়নাধীন সব চুক্তি, কার্যাদেশ, অনুদান ও অন্যান্য সহায়তার আওতায় থাকা প্রকল্পগুলো অবিলম্বে বন্ধ রাখতে হবে। তবে এই আদেশ জরুরি খাদ্য সহায়তার ওপর প্রভাব ফেলবে না বলে জানা গেছে।  

প্রসঙ্গত, দাভোসে অনুষ্ঠিত বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সভায় প্রধান উপদেষ্টার অংশগ্রহণকে বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ ও ঐতিহাসিক হিসেবে উল্লেখ করেছেন প্রেস সচিব। তিনি জানান, ওই সভায় প্রধান উপদেষ্টা অন্তত ৪৭টি আলোচনায় অংশ নেন, যা বাংলাদেশের কূটনৈতিক ও অর্থনৈতিক কৌশলের জন্য ইতিবাচক ফল বয়ে আনবে।

আপনার জেলার সংবাদ পড়তে